Maharashtra Crisis live : অসমে পদার্পণ দুই নির্দল বিধায়কের, রওনা পাঁচতারা হোটেলের উদ্দেশে
Maharashtra Crisis live : বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডে আগেই দাবি করেন, তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে। জানুন প্রতি মুহূর্তের আপডেট
LIVE
Background
মহারাষ্ট্রে (Maharastra) সঙ্কট আরও চরমে। মুখ্যমন্ত্রীর (CM) পদে থেকেও সপরিবারে সরকারি বাংলো ছাড়লেন উদ্ধব ঠাকরে। রাতেই গেলেন মাতোশ্রীতে। বিধানসভায় শক্তি পরীক্ষার প্রস্তুতি।
সরকার বাঁচাতে শিণ্ডেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব পাওয়ারের। খারিজ করলেন বিদ্রোহী মন্ত্রী। পাল্টা উপ মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিল বিজেপি।
শিণ্ডের বিদ্রোহে টলমল জোট সরকার। সুরাত থেকে গুয়াহাটিতে বিদ্রোহীরা। পৌঁছলেন আরও ৪ শিবসেনা বিধায়ক, খবর সূত্রের।
মহারাষ্ট্রে নাটকীয় মুহূর্ত। উদ্ধব মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়ার পরেই সতর্কতা জারি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা।
মহারাষ্ট্রে পালাবদলের সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে। আরও ৪ জন বিধায়ক পৌঁছলেন গুয়াহাটির হোটেলে। এর আগে সুরাত থেকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে বিদ্রোহী বিধায়কদের। বিদ্রোহীদের নেতা একনাথ শিণ্ডে আগেই দাবি করেন, তাঁর সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়বে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গতকাল রাতে তাঁর সরকারি বাসভবন ‘বর্ষা’ ছেড়ে পৈত্রিক বাসভবন ‘মাতোশ্রী’তে চলে গিয়েছেন। তবে শিবসেনার দাবি, তিনিই মুখ্যমন্ত্রী পদে থাকবেন। এই পরিস্থিতিতে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ শিবসেনার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন উদ্ধব।
Maharashtra Political Update: অসমে পদার্পণ দুই নির্দল বিধায়কের, রওনা পাঁচতারা হোটেলের উদ্দেশে
অসমে পদার্পণ আরও দুই নির্দল বিধায়কের। গুয়াহাটি পৌঁছলেন কিশোর জোরগেওয়ার, গীতা জৈন। রওনা দিলেন পাঁচতারা হোটেলের উদ্দেশে।
Maharashtra Crisis Update: ১২ বিধায়কের পদ বাতিলের আর্জি, ডেপুটি স্পিকারের কাছে আবেদন শিবসেনার
১২ বিধায়কের পদ বাতিলের দাবি দাবি শিবসেনার। আবেদন জনা ডেপুটি স্পিকারের কাছে। উদ্ধব ঠাকরের বৈঠকে যোগ না দেওয়ায় সিদ্ধান্ত, জানালেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত।
Maharashtra Political Update: শিবসেনার বিদ্রোহী বিধায়কদের জন্য আপাতত ৭০টি ঘর বুক
গুয়াহাটির বিলাসবহুল পাঁচতারা হোটেল র্যাডিসন ব্লু-তে রয়েছেন বিদ্রোহী শিবসেনা বিধায়করা। ওই হোটেলে মোট ১৯৬টি ঘর রয়েছে। সেখানে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের জন্য আপাতত ৭০টি ঘর বুক করা হয়েছে এক সপ্তাহের জন্য, যার ভাড়া পড়ছে ৫৭ লক্ষ টাকার মতো।
Maharashtra Crisis Update: অন্য রাজ্যের বিধায়করা এখানে এসে থাকতে পারেন: হিমন্ত বিশ্ব শর্মা
অসমে অনেক ভাল হোটেল রয়েছে, অন্য রাজ্যের বিধায়করা এখানে এসে থাকতে পারেন, বললেন অসমের মুখ্যমন্ত্রী।
Maharashtra Political Update: বিধানসভায় শক্তিপরীক্ষা করা হোক, দাবি শরদ পওয়ারের
বিধানসভায় শক্তিপরীক্ষার ডাক দিলেন এনসিপি নেতা শরদ পওয়ার।