Sanjay Raut : "শরদ পাওয়ারকে হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় এক মন্ত্রী", বিস্ফোরক সঞ্জয় রাউত
Sanjay Raut Alleges : মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে জোট সরকার। যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে।
মুম্বই : মহারাষ্ট্রে (Maharashtra) ঘোরতর রাজনৈতিক সঙ্কটের (Political Crisis) মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। বিজেপির এক কেন্দ্রীয়মন্ত্রী শরদ পাওয়ারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তাঁর।
ট্যুইটারে সঞ্জয় রাউত লিখেছেন, বিজেপি-র কেন্দ্রীয় এক মন্ত্রী বলেছেন যে এমভিএ (মহা বিকাশ অঘাড়ি) সরকারকে বাঁচানোর চেষ্টা করা হলে, শরদ পাওয়ারকে বাড়ি ঢুকতে দেওয়া হবে না। এমভিএ সরকার থাকুক বা না থাকুক, শরদ পাওয়ারের বিরুদ্ধে এই ধরনের ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়।
মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কটের-পরিসংখ্যান-
মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে জোট সরকার। যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন উদ্ধব ঠাকরে। শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৩৭ জন বিধায়ক। ৯ জন নির্দল বিধায়ক ও পিজেপি-র ২ জন বিধায়ক রয়েছেন। অর্থাত্, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৪৮ জন বিধায়ক। শুধু তাই নয়, শিণ্ডের দাবি, আরও ৮ জন বিধায়ক তাঁর শিবিরে আসছেন। এঁদের মধ্যে রয়েছেন শিবসেনার ৩ ও নির্দলের ৫ বিধায়ক।
আরও পড়ুন ; উদ্ধব নন, তিনিই শিবসেনা প্রধান, ৩৭ বিক্ষুব্ধ স্বাক্ষরিত চিঠি জমা দিয়ে ঘোষণা শিন্ডের
তবে, দলের যে ক'জন নেতা এখনও উদ্ধব ঠাকরের সঙ্গে রয়েছেন, সেই তালিকায় রয়েছেন সঞ্জয় রাউত। পাওয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ তুলে তাঁর বক্তব্য, উনি (শরদ পাওয়ার) মহারাষ্ট্রের সন্তান। ওরা তাঁকে হুমকি দিচ্ছে। মোদিজি, অমিত শাহ- আপনারা শুনছেন ? আপনাদের মন্ত্রী শরদ পাওয়ারকে হুমকি দিচ্ছেন। আপনারা কি এধরনের হুমকি সমর্থন করেন ? মহারাষ্ট্র জানতে চায়।
এদিকে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শিবসেনা তৈরির ৫৬ বছর পর দলের নিয়ন্ত্রণ কি এবার ঠাকরে পরিবারের হাতছাড়া হতে চলেছে ? নেপথ্যে কী কারণ ? বিদ্রোহী বিধায়কদের অভিযোগ, বাল ঠাকরের হিন্দুত্বের নীতি থেকে সরে আসছে দল। প্রশ্ন উঠেছে, দলীয় বিধায়কদের সঙ্গে উদ্ধবের ব্যবহার নিয়েও।