Mumbai Fire: মুম্বইয়ের ৬০ তলা বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন
অবিঘ্ন টাওয়ার নামে ওই বহুতলে ক্রমেই ছড়াচ্ছে আগুন।নির্মীয়মাণ আবাসন হওয়ায় গোটা বিল্ডিংয়ে নেই কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা
মুম্বই: মুম্বইয়ে লোয়ার প্যারেলের বহুতলে ভয়ঙ্কর আগুন। লালবাগ এলাকায় নির্মীয়মাণ অভিজাত আবাসনে আগুন লাগে। ৬০ তলা বহুতলের ১৭ থেকে ২৫ তলা পর্যন্ত ছড়িয়েছে আগুন। বহুতলের ১৯ তলায় প্রথমে লাগে আগুন। আগুনের সঙ্গে লড়াই চালাচ্ছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।অবিঘ্ন টাওয়ার নামে ওই বহুতলে ক্রমেই ছড়াচ্ছে আগুন।নির্মীয়মাণ আবাসন হওয়ায় গোটা বিল্ডিংয়ে নেই কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ওই বহুতলের পাশে রয়েছে আরও আবাসিক বহুতল। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এসে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ওই আবাসনগুলিতে বেশ কয়েকজন ব্যবসায়ী থাকেন বলে জানা গেছে। যেখানে আগুন লেগেছে, সেই বহুতলের নাম অবিঘ্ন পার্ক অ্যাপার্টমেন্ট।
এরইমধ্যে অগ্নিকাণ্ডে মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। আগুন থেকে বাঁচতে এক ব্যক্তিকে কার্নিশ থেকে ঝুলতে দেখা যায়। প্রাণ বাঁচানোর এই মরিয়া চেষ্টা করতে গিয়ে তিনি পড়ে যান। তিনি বেঁচে গিয়েছেন, না তাঁর কোনও ক্ষতি হয়েছে, এ বিষয়ে কিছু জানা যায়নি। পরে জানা যায় যে, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই বহুতলের কিছু ফ্ল্যাটে ইন্টেরিওরের কাজ চলছিল বলে জানা গেছে।
দেখুন ছবিতে- মুম্বইয়ে ৬০ তলা বহুতলে বিধ্বংসী আগুন, প্রাণে বাঁচার মরিয়া চেষ্টায় মৃত ১
ওই নির্মিয়মান বহুলতে বেশ কয়েকজন শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বেলা পৌনে বারোটা নাগাদ স্থানীয়দের ফোন পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন এসে পৌঁছয়। এরপর একের পর এক আরও ইঞ্জিন আসে ঘটনাস্থলে। অনেক দূর থেকেও ঘণ কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে।ঘটনাস্থলে পৌঁছে যান মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর।
Bangladesh Violence: গ্রেফতার বাংলাদেশে অশান্তির মূল চক্রী ইকবাল হোসেন