Lata Mangeshkar Death: ঈশ্বরের বরেই পৃথিবীতে এসেছিলেন ‘লতাদিদি’, ভার্চুয়াল ভাষণে বললেন মোদি
Lata Mangeshkar Death: রবিবার মুম্বইয়ে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। তার আগে দিল্লি থেকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (UP Assembly Polls 2022) উপলক্ষে ভার্চুয়াল ভাষণ দেন।
নয়াদিল্লি: রাখি পাঠাতেন নিয়ম করে। দেখা করতে গেলে গুজরাতি খাবারও খাওয়াতেন। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের(Lata Mangeshkar Death) প্রয়াণে সঙ্গীত জগতের যেমন ক্ষতি হয়েছে, তেমনই ব্যক্তিগত ভাবেও ক্ষতি হয়েছে তাঁর। দেশবাসীর সামেন সেই ক্ষতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মৃত্যুর খবর পেয়ে রবিবার সকালেই টুইট করেছিলেন মোদি। ভারতীয় সঙ্গীত জগতে শূন্যতা নেমে এল বলে লিখেছিলেন তাতে। এ বার ভার্চুয়াল ভাষণেও সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানালেন মোদ।
রবিবার মুম্বইয়ে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে যোগ দেওয়ার কথা রয়েছে মোদির। তার আগে দিল্লি থেকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন (UP Assembly Polls 2022) উপলক্ষে ভার্চুয়াল ভাষণ দেন। সেখানেই সুর সম্রাজ্ঞীকে হারানোর যন্ত্রণা তুলে ধরেন মোদি। বলেন, ‘‘অত্যন্ত দুঃখের খবর। লতাদিদি আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বিলীন হয়ে গিয়েছেন পরমাত্মায়। কাল বসন্ত পঞ্চমী ছিল। মা সরস্বতীর আরাধনা করছিলাম আমরা। আর যাঁর কণ্ঠ থেকে ছোট-বড় সকলের জন্য আশীর্বাদ ঝরে পড়ত, সেই লতাদিদি আজ ব্রহ্মলোকের যাত্রায় চলে গেলেন।’’
মানুষ হিসেবে লতা মঙ্গেশকর কেমন ছিলেন, তা ব্যাখ্যা করতে গিয়ে প্রয়াত শিল্পীকে প্রশংসায় ভরিয়ে দেন মোদি। বলেন, ‘আমার মতো অনেকেই রয়েছেন, যাঁরা গর্ব করে বলতে পারবেন যে, লতাদিদির সঙ্গে নিকট সম্পর্ক ছিল তাঁদের। লতাদিদি কত স্নেহ করতেন, তা বহু মানুষের কাছ থেকে জানতে পেরেছি আমি। এতে বোঝা যায়, কত বড় ব্যক্তিত্ব ছিল লতাদিদির। নিজের সম্পর্কগুলিকে একসুতোয় গেঁথে রাখতেন সর্বদা। কখনও সম্পর্ক ভেঙে যেতে দিতেন না। আজ আমরা সকলেই দুঃখিত। ঈশ্বরের বরেই কখনও সখনও লতাদিদির মতো মানুষ পৃথিবীতে আসেন।’’
#WATCH | "She'll forever be with us," Prime Minister Narendra Modi expresses grief at the demise of legendary singer Lata Mangeshkar pic.twitter.com/5AlDzI0oQv
— ANI (@ANI) February 6, 2022
আরও পড়ুন: Lata Mangeshkar Death: ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ’, শুনে কান্না ধরে রাখতে পারেননি নেহরুও
বিশ্ব মঞ্চে ভারত এবং ভারতীয় সঙ্গীতকে তুলে ধরার জন্যও প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানান মোদি। তাঁর কথায়, ‘‘লতাদিদির মতো মানুষকে কখনও সখনওই বরদান হিসেবে পৃথিবীতে আসেন। আন্তর্জাতিক মহলে ভারতের যে প্রতিচ্ছবি তুলে ধরেছেন উনি, ভারতীয় সঙ্গীতকে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, তাতে ভারতকে দেখার দৃষ্টিই পাল্টে গিয়েছে গোটা দুনিয়ার। যে দেশেই যান, লতাজির অনুরাগী পাবেন। সব প্রজন্মে ওঁর অনুরাগী রয়েছে। শারীরিক ভাবে আর আমাদের মধ্যে নেই উনি। কিন্তু সুর এবং স্নেহের মাধ্যমে চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবেন। ওঁর সুমধুর কণ্ঠ আমাদের কানে বাজবে। ভারাক্রান্ত মনে আজ ওঁকে শ্রদ্ধা জানাচ্ছি।’’
প্রায় এক মাস ভর্তি থাকার পর রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। সুদীর্ঘ শিল্পীজীবনে প্রায় ৩০ হাজার গান গেয়েছেন কোকিলকণ্ঠী। শিল্পী হিসেবে দেশ-বিদেশ থেকে অজস্র পুরস্কার এবং সম্মান পেয়েছেন লতা মঙ্গেশকর। ভারত সরকার তাঁকে ‘ভারতরত্ন’, ‘পদ্ম বিভূষণ’, ‘পদ্মভূষণ’। ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ সম্মানিত করেছে। মোদির সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর।