(Source: ECI/ABP News/ABP Majha)
Navjot Singh Sidhu: এক বছরের জেল সিধুর, তিন দশক পুরনো পথ-হিংসা মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের
Navjot Singh Sidhu Imprisonment: এক সময় অনিচ্ছাকৃত হত্যা মামলাও দায়ের হয়েছিল সিধুর বিরুদ্ধে, পরে যদিও, তা খারিজ হয়ে যায়।
নয়াদিল্লি: প্রায় তিন দশক পুরনো পথ-হিংসা মামলায় জেল কংগ্রেস নেতা নভজ্যোত সিংহ সিধুর। সাজা শোনাল সুপ্রিম কোর্ট। সেই সময় রাস্তায় গাড়ি দাঁড়ি করিয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে সিধুর বিরুদ্ধে। মাথায় আঘাত পেয়ে পরে মৃত্যু হয় ওই ব্যক্তির। তাতে এক সময় অনিচ্ছাকৃত হত্যা মামলাও দায়ের হয়েছিল সিধুর বিরুদ্ধে, পরে যদিও, তা থেকে মুক্তি পেয়ে যান সিধু। এত দিন পর সেই মামলাতেই সিধুকে এক বছরের সাজা শোনাল শীর্ষ আদালত। তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।
৩৪ বছর আগের মামলায় এক বছরের সাজা সিধুর
১৯৮৮ সালের ঘটনা। সেই বছর ২৭ ডিসেম্বর রাস্তায় গুরনাম সিংহ নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা বাধে সিধুর। বচসা থেকে ক্রমশ তা হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, ওই ব্যক্তিকে গাড়ি থেকে বার করে মারধর করেন তিনি। তাতে মাথায় আঘাত পান ওই ব্যক্তি এবং তা থেকেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।
২০১৮ সালে এই মামলায় সুপ্রিম কোর্ট সিধুকে ১ হাজার টাকা জরিমানা করেছিল সিধু। আদালতের যুক্তি ছিল, সিধুর মারেই গুরনামের মৃত্যু হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানান মৃতের পরিবার। বৃহস্পতিবার তার শুনানিতেই সিধুকে এক বছরের সাজা শোনানো হয় সিধুকে। মৃতের পরিবারকে রায় পুনর্বিবেচনার আবেদন জানানোতেও অনুমোদন দিয়েছে আদালত।
SC allows review application, imposes one-year rigorous imprisonment on Congress leader Navjot Singh Sidhu in a three-decade-old road rage case pic.twitter.com/cyYfsXh92o
— ANI (@ANI) May 19, 2022
সিধু যদিও পথ-হিংসার এই মামলার বিরোধিতা করে আসছিলেন শুরু থেকেই। তাঁর যুক্তি ছিল, শীর্ষ আদালত যখন জানিয়ে দিয়েছে তাঁর আঘাতেই মৃত্যু হয়েছে বলে কোনও প্রমাণ নেই, সে ক্ষেত্রে পথ-হিংসার মামলা খাটে না।
বিপত্তি বাড়ল সিধুর
এই মামলায় সিধুর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলাও দায়ের হয়েছিল। কিন্তু সেই মামলায় অব্যাহতি পেয়ে যান সিধু। বরং ইচ্ছাকৃত ভাবে আঘাত মামলায় দোষী সাব্য়স্ত হন।