NEET PG Counselling: সংরক্ষণের প্রশ্নে আটকে নিট কাউন্সেলিং, কাল রায় সুপ্রিম কোর্টের
NEET PG Counselling: গত বছরই ৫ অক্টোবর থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সংরক্ষণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে পিটিশন জমা পড়ায়, কাউন্সেলিং স্থগিত রাখতে হয়।
নয়াদিল্লি: সংরক্ষণের প্রশ্নে আটকে সংরক্ষিত আসনের স্নাতকোত্তর মেডিক্যালের কাউন্সেলিং (PG NEET Councelling)। শুক্রবার তা নিয়ে রায় শোনাতে পারে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে শীর্ষ আদালত জানিয়েছে, জাতীয় স্বার্থেই কাউন্সেলিং শুরু করা উচিত। কিন্তু মামলাকারীদের যুক্তি, পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হওয়ার পর সংরক্ষণের প্রস্তাব আসে। তাই এ বছর নয়, আগামী বছর নয়া বদল কার্যকর করা উচিত।
২০২০-র জুলাই মাসে কেন্দ্রীয় সরকার এবং মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC) এমবিবিএস, বিডিএস, এমডি, এমএস এবং এমডিএস-এর জন্য আর্থিক ভাবে দুর্বল (Economically Weaker Section/EWS) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (Other Backward Class/OBC)-র জন্য যথাক্রমে ১০ এবং ২৭ শতাংশ সংরক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
আরও পড়ুন: IIT Kharagpur: করোনা আক্রান্ত শতাধিক পড়ুয়া, খড়গপুর আইআইটিতে ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন
গত বছরই ৫ অক্টোবর থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সংরক্ষণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে পিটিশন জমা পড়ায়, কাউন্সেলিং স্থগিত রাখতে হয়। বৃহস্পতিবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন, মামলাকারীদের আইনজীবী শ্যাম দিওয়ান সাফ যুক্তি দেন, এ ভাবে মাঝপথে নিয়ম পাল্টে দেওয়া যায় না। তাই সংরক্ষণ আগামী বছর থেকে চালু করা উচিত বলে মত মামলাকারীদের আইনজীবীর।
জবাবে বিচারপতিরা বলেন, ‘‘দু’দিন ধরে আদালতে সওয়াল-জবাব শুনছি আমরা। জাতীয় স্বার্থেই কাউন্সেলিং শুরু হওয়া দরকার।’’ করোনা পরিস্থিতিতে দেশ জুডডে চিকিৎসকরা যখন বেতন বৃদ্ধি এবং নতুন নিয়োগের দাবিতে সরব হয়েছেন, সেই পরিস্থিতিতে বিষয়টি ঝুলে থাকা উচিত নয় বলে জানিয়েছে কেন্দ্রও। বার্ষিক ৮ লক্ষ বা তার কম রোজগার যে সমস্ত পরিবারের, সুপারিশ মেনে তাদের অর্থনৈতিক দুর্বলের তালিকাতেই রাখা হবে বলেও জানিয়েছে তারা। এর পরই আদালত জানায়, সব কিছু ঠিক থাকলে শুক্রবারই এই মামলার রায় ঘোষণা করা হবে।