Prophet Mohammad Row: গ্রেফতারিতে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে নূপুর শর্মা
Nupur Sharma Controversy: সুপ্রিম কোর্টের দরবারে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা।
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের দরবারে প্রাক্তন বিজেপি (BJP) মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma)। তাঁর মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে সারা দেশে একাধিক জায়গায় অভিযোগ জমা পড়েছে, এফআইআর হয়েছে। সেই মামলাগুলিতে গ্রেফতারির উপর স্থগিতাদেশ চেয়ে দেশের শীর্ষ আদালতের কাছে আবেদন করলেন নুপূর শর্মা। এছাড়াও, সারা দেশে তাঁর বিরুদ্ধে যত এফআইআর হয়েছে, সেগুলি যুক্ত করার আবেদনও করেছেন তিনি।
Former BJP Spokesperson Nupur Sharma approaches Supreme Court seeking a stay on her arrest in the FIRs registered against her for the alleged hate statement against Prophet Mohammad. Sharma seeks direction to club all the FIRs registered against her across the country
— ANI (@ANI) July 18, 2022
(File Pic) pic.twitter.com/AdCPHMF6Ym
আগে সুপ্রিম কোর্টে তোপের মুখে:
এর আগে পয়গম্বর-মন্তব্য়ে বিতর্কের জেরে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছিলেন নূপুর শর্মা। প্রাক্তন বিজেপি নেত্রীর ওই মন্তব্যের পর দেশের বিভিন্ন রাজ্যে হিংসাত্মক আন্দোলন হয়েছিল, নষ্ট হয়েছিল বিপুল সরকারি সম্পত্তি। শীর্ষ আদালত বলেছিল, "গোটা দেশের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত। দেশে যা ঘটেছে তার জন্য উনি (নূপুর শর্মা) একাই দায়ী।"
এর আগেও একটি আবেদন জানিয়েছিলেন নূপুর শর্মা। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর যাতে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়, সেই সংক্রান্ত আবেদন জানিয়েছিলেন নুপূর শর্মা। সেই আবেদনের শুনানি হয় শীর্ষ আদালতে। শুনানি চলাকালীন সাসপেন্ডেড বিজেপি নেত্রীর আইনজীবী অভিযোগ জানান, নূপুর শর্মা ক্রমাগত হুমকির মুখে পড়ছেন। এই প্রসঙ্গে বিচারপতি জানতে চেয়েছিলেন, উনি হুমকি পাচ্ছেন? না কি, উনি নিরাপত্তায় হুমকির কারণ? যেভাবে গোটা দেশে আবেগে সুড়সুড়ি দিয়েছেন। দেশে যা ঘটছে তার জন্য এই মহিলা একাই দায়ী।
আরও পড়ুন: 'তৃণমূলকে ভয় পায় বিজেপি', রিসর্ট পলিটিক্স নিয়ে নিশানা অভিষেকের