Ola Scooter Fire: ব্যস্ত রাস্তায় দাউদাউ জ্বলছে ওলার ইলেকট্রিক স্কুটার, 'গ্রাহকরা সম্পূর্ণ নিরাপদ', দাবি সংস্থার
Ola Scooter Fire: এই বিষয়ে এখনও তদন্ত চলছে। তবে মনে করা হচ্ছে থার্মাল রান অ্যাওয়ের কারণেই আগুন লেগেছে। এই ধরনের পরিস্থিতিতে লিথিয়াম-আয়ন ব্যাটারির মধ্যে তাপ নিঃসরণকারী প্রক্রিয়া ঘটে।
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) আগুন ধরে যাওয়া স্কুটারের ভিডিও। শনিবার পুনের লোহেগাঁও এলাকার ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওয় স্পষ্ট দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে 'ওলা এস ১ প্রো' স্কুটার (Ola Electric Scooter S1 Pro)।
ঠিক কী দেখা যায় ভিডিওয়?
কয়েক সেকেন্ডের ভিডিওয় দেখা যাচ্ছে সাংঘাতিক দৃশ্য। এক ব্যস্ত রাস্তার ধারে দোকানের সামনে দাঁড় করিয়ে রাখা ওলা এস ১ প্রো স্কুটার। হঠাৎ সেখানে কী যেন ফাটার আওয়াজ হল। তারপরই গলগল করে কালো ধোঁয়া বের হতে শুরু করল। নিমেষে দাউদাউ করে জ্বলে গেল স্কুটারটা। আগুন লেগে কালো ধোঁয়ায় ভরে গেল চারিদিক।
ওই সময়ে ওই অঞ্চলে যাঁরা ঘটনাটি চোখের সামনে দেখেছেন, তাঁরা ভিডিও রেকর্ড করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
A @OlaElectric scooter starts burning out of nowhere in front of our society.
— funtus (@rochakalpha) March 26, 2022
The scooter is totally charred now.
Point to ponder.#safety #Pune
@Stockstudy8 @MarketDynamix22 @LuckyInvest_AK pic.twitter.com/C1xDfPgh6p
Ola S1 Pro Caught Fire in Maharashtra. The vehicle already has temperature management issues as reported by many YouTubers and auto experts. #OlaS1 #OLAFIRE #olas1pro #evfire #ev #bhash @OlaElectric @bhash @varundubey pic.twitter.com/KLFTCnoVAV
— Manjunatha M (@nileshj100) March 26, 2022
কীভাবে আগুন লাগল?
ঠিক কীকরে স্কুটারে আগুন ধরে গেল সেই বিষয়ে এখনও তদন্ত চলছে। তবে মনে করা হচ্ছে থার্মাল রান অ্যাওয়ের কারণেই আগুন লেগেছে। এই ধরনের পরিস্থিতিতে লিথিয়াম-আয়ন ব্যাটারির মধ্যে তাপ নিঃসরণকারী প্রক্রিয়া ঘটে। ফলে সেই থেকেই ইলেক্ট্রিক এই স্কুটারের ব্যাটারি নষ্ট হয়েছে বা শর্ট সার্কিট হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত মাত্র কয়েক মাস আগেই এই ই-স্কুটার বাজারে আনে ওলা। এরই মধ্যে পুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: Andhra Pradesh Accident: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বিয়েবাড়ির যাত্রীবোঝাই বাস, দুর্ঘটনায় মৃত ৭
দুর্ঘটনার ব্যপারে কী বলছে 'ওলা'?
এই দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়েছে সংস্থা। তাদের কথায় পুনেতে 'ওলা এস ১ প্রো' স্কুটারে আগুন লাগার ঘটনার সম্পর্কে তারা অবগত এবং কীকরে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ওলা এও দাবি করেছে যে গ্রাহকরা 'সম্পূর্ণ নিরাপদ'। অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে, ওলা বলে যে এ নিয়ে আরও আপডেট শেয়ার করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে তাদের বিবৃতিতে কোথাও ওই গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়া সম্পর্কে কোনও কথা বলেনি ওলা। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ও সিইও ভবেশ অগরওয়ালের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।