Yashwant Sinha : Z + ক্যাটেগরির নিরাপত্তা দ্রৌপদীর, অবশেষে Z ক্যাটেগরির নিরাপত্তা পেলেন যশবন্ত
বিরোধীদের প্রার্থী যশবন্ত পেলেন জেড ক্যাটেগরির নিরাপত্তা।
নয়াদিল্লি : রাইসিনার রেসে দ্রৌপদী মুর্মুর ( Draupadi Murmu ) সঙ্গে লড়াই যশবন্ত সিন্হার ( Yashwant Sinha) । প্রাক্তন বিজেপি নেতার সঙ্গে বিজেপি (BJP) প্রার্থীর লড়াই। অবশেষে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলগুলির প্রার্থী যশবন্ত সিন্হাকে জেড ক্যাটিগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। এমনটাই সূত্রের খবর। এর আগে NDA তাদের প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পরই তাঁকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দেওয়া হয়।
NDA-এর প্রার্থীকে কেন নিরাপত্তা দেওয়া হল, এ নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয় বিরোধী দলগুলি। অবশেষে আজ যশবন্ত সিন্হাকে জেড ক্যাটেগরির সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন :
‘রাস্তায় হোক বা বিধানসভায়, জিতব আমরাই' , হুঁশিয়ারি সঞ্জয় রাউতের
রাষ্ট্রপতি পদে ১৮ বিরোধী দলের প্রার্থী হয়েছেন যশবন্ত সিন্হা। বিরোধীরা তাঁকে প্রার্থী ঘোষণা করার পর ট্যুইটে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়।
যিনি তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব সামলেছেন। অটলবিহারী বাজপেয়ী সরকারে মন্ত্রীও ছিলেন। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তাঁকে সমর্থনের ঘোষণা করল কংগ্রেস-সিপিএম সহ একাধিক বিরোধী দল। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী, ফারুক আবদুল্লা...প্রার্থী হতে রাজি না হওয়ায়, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসাবে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিন্হার নাম উঠে আসে।
মঙ্গলবার সকালে শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে বসেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজারা, সেখানে যশবন্ত সিন্হার নাম নিয়ে আলোচনা হয়।
আগেই প্রার্থী দ্রৌপদীকে জেড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু যশবন্তকে দেওয়া হয়নি তখন। এ নিয়ে ট্যুইটে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি ট্যুইটে লেখেন, রাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণার পরই তাঁকে Z+ নিরাপত্তা দেওয়া হয়েছে। ভাল। কিন্তু যশবন্ত সিন্হার ক্ষেত্রে কী হবে? তিনিও বিরোধীদের প্রার্থী। তাঁর ক্ষেত্রে কেন আইন আলাদা হবে?
অবশেষে জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেন তিনি।