India Corona Update : ঢেউ বদলে গেল সুনামিতে, কলকাতা-দিল্লি-মুম্বইতে করোনা আক্রান্ত একের পর এক পুলিশকর্মী
Police Corona Update : মুম্বই পুলিশে বাড়ছে সংক্রমণ। গত ৪৮ ঘণ্টায় মৃত্যু দুই পুলিশ কর্মীর । সংক্রমিত ১৮ পুলিশ কর্তা, ১১৪ কর্মী।
নয়াদিল্লি : দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গেল সুনামিতে। গতকালের তুলনায় সাড়ে ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা চারশোর বেশি। দিল্লিতে সংক্রমণের প্রাবল্য রুখতে আজ ভোর অবধি চলেছিল উইকএন্ড কার্ফু। পরিস্থিতি সামলাতে মাঠে নেমে কাজে করতে হচ্ছে পুলিশ কর্মীদের। তাতে দিল্লি পুলিশেও করোনার থাবা প্রসারিত হয়েছে। আক্রান্ত হয়েছেন জনসংযোগ আধিকারিক ও অ্যাডিশনাল কমিশনার চিন্ময় বিসওয়াল-সহ তিনশোর বেশি পুলিশ কর্মী।
মুম্বই পুলিশ বাহিনীতে বাড়ছে করোনা সংক্রমণ। গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই পুলিশ কর্মীর। জয়েন্ট সিপি আইন শৃঙ্খলা, ৪ অ্যাডিশনাল সিপি, ১৩ জন ডিসিপি-সহ আক্রান্ত ১৮ জন পুলিশ কর্তা ও ১১৪ জন পুলিশ কর্মী। মুম্বই পুলিশ বাহিনীতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫২৩।
আরও পড়ুন :
বেড-শঙ্কা! সরকারি-বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে উপচে পড়ছে ভিড়
কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাড়ছে করোনা সংক্রমণ। এবার আক্রান্ত কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
ভয়ঙ্কর করোনা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েই রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয় দিল্লিতে। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে ভ্যাকসিনেশনে জোর দিতে বলেন প্রধানমন্ত্রী।
- সোমবার থেকে বুস্টার ডোজে গতি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
- বিভিন্ন রাজ্যে, যে সমস্ত জেলায় সংক্রমণের হার বেশি, সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রককে বৈঠকের নির্দেশ দেওয়া হয়।
- রাজ্যের সঙ্গে আলোচনা করে পাশে দাঁড়ানোর বার্তা দেন প্রধানমন্ত্রী।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২৭। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লক্ষ ৭ হাজার ৭২৭ জন। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার পর্যন্ত দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪১০ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ১ হাজার ২১৬ জন ওমিক্রনে আক্রান্ত। দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল রাজস্থান। সে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫২৯।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )