(Source: ECI/ABP News/ABP Majha)
Pariksha Pe Charcha 2022 Live : পরীক্ষা নিয়ে উদ্বেগ ? পরামর্শে প্রধানমন্ত্রী
Pariksha Pe Charcha 2022 : 'পরীক্ষা পে চর্চা'-র পঞ্চম সংস্করণে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়া দিল্লি : যতই প্রস্তুতি নিন পরীক্ষা নিয়ে যেন উদ্বেগ কাটে না। কীভাবে দুশ্চিন্তা কাটিয়ে উঠবেন ? ছাত্রদের সেই মর্মে পরামর্শ দিতে 'পরীক্ষা পে চর্চা'-র (Pariksha Pe Charcha ) পঞ্চম সংস্করণে আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের ছাত্র, তাদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলবেন তিনি। পরীক্ষার উদ্বেগ ও সেই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের নিজের মতো করে সমাধান দেবেন প্রধানমন্ত্রী।
এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী। গতকালই ট্যুইট করে সেকথা জানান তিনি। লেখেন, এ বছর পরীক্ষা পে চর্চা নিয়ে উৎসহ বিস্ময়কর। লক্ষ লক্ষ মানুষ তাঁদের মূল্যবান দৃষ্টিভঙ্গি শেয়ার করে নিয়েছেন। ওইসব ছাত্র-অভিভাবক ও শিক্ষককে ধন্যবাদ। ১ এপ্রিল ওই অনুষ্ঠানের দিকে তাকিয়ে আছি।
এর পাশাপাশি এর আগের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের অংশবিশেষ নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। সেখানে পরীক্ষার সময়ের উদ্বেগ সহ বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়েছে। এই পরিস্থিতিতে আজ বেলা ১১টা নাগাদ নয়া দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে পরীক্ষা পে চর্চার পঞ্চম সংস্করণ। অনুষ্ঠানে কোটি কোটি ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত থাকবেন বলে আগেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
দীর্ঘদিন ধরে করোনার জেরে গৃহবন্দী থেকেছে মানুষ। বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। ধীরে ধীরে তা স্বাভাবিক হয়েছে। এখন শিক্ষা-প্রতিষ্ঠানে করোনা-বিধি মেনে চলছে অফলাইন পঠন-পাঠন। এই পরিস্থিতিতে এবার পরীক্ষা পে চর্চার অনুষ্ঠান গুরুত্বপূর্ণ বলে মনে করছেন মন্ত্রী।
তাঁর মতে, এই পিপিসি অনুষ্ঠানটি একপ্রকার প্রাথমিক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। কারণ, এখানে প্রধানমন্ত্রী সরাসরি ছাত্রদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচিত ছাত্র-ছাত্রীরা রাজ্যপালের উপস্থিতিতে রাজভবন থেকে এই অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত থাকবেন। এর পাশাপাশি মন্ত্রী আশাপ্রকাশ করে বলেন, প্রতিটি রাজ্য সরকার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের এই অনুষ্ঠানে যোগদানে উৎসাহিত করবে।