Parliament Session: দেখুন- চার রাজ্যে জয়ের পর লোকসভায় ‘মোদি-মোদি’ স্লোগান, এভাবে প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী
Parliament Session: চার রাজ্যে ব্যাপক সাফল্যের পরিপ্রেক্ষিতে এদিন সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছনোর পর লোকসভায় তাঁকে উৎসাহ ও উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানালেন বিজেপি সাংসদরা।
নয়াদিল্লি : সদ্যই দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষিত হয়েছে। পঞ্জাবে আম আদমি পার্টি কংগ্রেসকে বিধ্বস্ত করে জয়ী হয়েছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের দল আম আদমি পার্টি। এই পঞ্জাব ছাড়া বাকি চার রাজ্য-উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে সাফল্য পেয়েছে বিজেপি। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর আজ সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। চার রাজ্যে ব্যাপক সাফল্যের পরিপ্রেক্ষিতে এদিন সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছনোর পর লোকসভায় তাঁকে উৎসাহ ও উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানালেন বিজেপি সাংসদরা। তাঁর সম্মিলিতভাবে 'মোদি-মোদি' স্লোগান তুললেন। দলের সাংসদরা এভাবে চার রাজ্যে বিধানসভার ভোটে বিজেপির সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দিয়ে তাঁর নামে স্লোগান তুললেন দলের সাংসদরা। দলের সাংসদদের এই উচ্ছ্বাসের মধ্যে করজোড়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন মোদি।
সংসদে উপস্থিতি বিদেশি প্রতিনিধিরা এই সময় প্রধানমন্ত্রী মোদিকে ঘিরে কী হচ্ছে, তা জানতে কৌতুহলী হয়ে পড়েন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার মুখেও হাসি ফুটে ওঠে।
Prime Minister Narendra Modi welcomed by the BJP MPs in Lok Sabha, amid chants of "Modi, Modi", following the party's victory in assembly elections in Goa, Manipur, Uttarakhand, and Uttar Pradesh. pic.twitter.com/IZuF36mDNB
— ANI (@ANI) March 14, 2022
উল্লেখ্য, উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরে ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটেছে বিজেপির। উত্তরপ্রদেশে বিজেপির শক্তি কিছুটা কমলেও দাপটের সঙ্গেই ইতিহাস গড়ে ফের ক্ষমতা ধরে রেখেছে দল। রাজ্য বিধানসভার ৪০৩ আসনের মধ্যে ২৫৫ টি আসন পেয়েছে বিজেপি। উত্তরাখণ্ডে ৭০ টি আসনের মধ্যে ৪৭ টিতেই জয়ী হয়েছে বিজেপি। গোয়া বিধানসভার ৪০ আসনের মধ্যে ২০ আসনে জয়ী হয়েছে গেরুয়া পার্টি। মণিপুরের ৬০ আসনের মধ্যে ৩২ টি পেয়েছে বিজেপি। শুধুমাত্র পঞ্জাবে দল বিশেষ সুবিধা করতে পারেনি। ওই রাজ্যে তারা দুটি আসন পেয়েছে। অন্যদিকে,কংগ্রেস এই নির্বাচনে চূড়ান্ত বিধ্বস্ত হয়ে গিয়েছে। কোনও রাজ্যেই ক্ষমতা দখলের কাছাকাছিও যেতে পারেনি তারা। হাতছাড়া হয়েছে পঞ্জাবও।
উল্লেখ্য, বাজেট অধিবেশেন প্রথম পর্ব শুরু হয়েছিল ২৯ জানুয়ারি। চলেছিল ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের অধিবেশন ৮ এপ্রিল পর্যন্ত চলবে।