Fuel Price: স্বস্তি নাকি পকেটে টান? আজ কলকাতা-সহ দেশের অন্যান্য শহরে কত পেট্রোল, ডিজেলের দাম?
Petrol-Diesel Price: সোমবার, ২১ আগস্ট কলকাতা, নয়াদিল্লি, মুম্বই এবং চেন্নাইজুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম মূলত একই রয়েছে৷ গত কয়েক মাস ধরে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল ।
![Fuel Price: স্বস্তি নাকি পকেটে টান? আজ কলকাতা-সহ দেশের অন্যান্য শহরে কত পেট্রোল, ডিজেলের দাম? Petrol, diesel prices on August 21 Check the latest rates Fuel Price: স্বস্তি নাকি পকেটে টান? আজ কলকাতা-সহ দেশের অন্যান্য শহরে কত পেট্রোল, ডিজেলের দাম?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/21/6d0cd57f54e5b9d65d1c875288135b641692595871116176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ কলকাতা-সহ দেশের অন্যান্য মহানগরীতে জ্বালানির দাম কত? কোথায় দাঁড়িয়ে পেট্রোল ও ডিজেলের দর? ফের কি জ্বালানির দরে বদল এসেছে? নাকি আম আদমিক কপালে ভাঁজ আজও? এ দিন ফের চেন্নাই, আগ্রা, আজমির, আসাম, বিহার -সহ দেশের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের দরে পরিবর্তন (Petrol and Diesel Price Graph) এসেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে কমেছে কাঁচা জ্বালানি বা অপরিশোধিত তেলের দাম। যদিও সপ্তাহান্তে কিছুটা উন্নতি হয়েছিল পরিস্থিতি। তাই ভারতের বাজারে আজও পেট্রল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। এই নিয়ে শহর কলকাতায় প্রায় ৫০৩ দিন জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি।
সোমবার, ২১ আগস্ট কলকাতা, নয়াদিল্লি, মুম্বই এবং চেন্নাইজুড়ে পেট্রোল এবং ডিজেলের দাম মূলত একই রয়েছে। গত কয়েক মাস ধরে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল। তবে শহরভেদে বিভিন্ন তারতম্য়ের কারণে দামের ওঠানামা দেখা যায়। মূল্য সংযোজন কর (ভ্যাট), মালবাহী শুল্ক, স্থানীয় কর ইত্যাদির মতো বিভিন্ন মানদণ্ডের উপর নির্ভর করে শহরের জ্বালানির দাম। চলুন দেখে নেওয়া যাক আজ কোথায় দাঁড়িয়ে আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দর (Petrol and Diesel Rate)।
কলকাতা-সহ অন্যান্য শহরে পেট্রোল-ডিজেলের কী দাম ?
- কলকাতা: পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম: লিটারপ্রতি ৯২.৭৬ টাকা
- নয়াদিল্লি: পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম: লিটারপ্রতি ৮৯.৬২ টাকা
- নয়ডা: পেট্রোলের দাম ৯৬.৬৫ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম: লিটারপ্রতি ৮৯.৮২ টাকা
- গুরগাঁও: পেট্রোলের দাম: ৯৭.০৪ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম: লিটারপ্রতি ৮৯.৯১ টাকা
- মুম্বই: পেট্রোলের দাম: ১০৬.৩১ টাকা প্রতি লিটার,ডিজেলের দাম: লিটারপ্রতি ৯৪.২৭ টাকা
- বেঙ্গালুরু: পেট্রোলের দাম: ১০১.৯৪ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম: লিটারপ্রতি ৮৭.৮৯ টাকা
- চণ্ডিগড়: পেট্রোলের দাম: ৯৮.৬৫ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম: লিটারপ্রতি ৮৮.৯৫ টাকা
- চেন্নাই: পেট্রোলের দাম: ১০২.৬৩ টাকা প্রতি লিটার, ডিজেলের দাম: লিটারপ্রতি ৯৪.২৪ টাকা
জ্বালানির দরে মেলেনি স্বস্তি
সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই জ্বালানির দাম কমেছিল রাজ্যে। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম। সঙ্গে রান্নার গ্যাসের দামও আকাশ ছুঁয়েছে। সব মিলিয়ে পকেটে টান মধ্যবিত্তের। উল্লেখ্য, প্রতিদিন পেট্রোল-ডিজেলের নতুন হার (Petrol Diesel Price Today) দেশের সরকারি তেল কোম্পানিগুলি ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর ভিত্তি করে এই দর নির্ধারণ করা হয়।
কীভাবে মোবাইলেই দেখবেন পেট্রোল ও ডিজেলের দাম?
উল্লেখ্য, আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরা HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই সিলিন্ডার পিছু ৯৩ টাকা দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের। ১৯ কেজি সিলিন্ডারের দাম হয় ১ হাজার ৮০২ টাকা ৫০ পয়সা। এর আগে ১ জুন, ৮৫ টাকা কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত। ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ১২৯ টাকা।
আরও পড়ুন: Sunny Deol Bungalow: স্বস্তির খবর! সানি দেওলের বাংলোর নিলাম নোটিস প্রত্যাহার করা হল ব্যাঙ্কের তরফে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)