PM Modi Address LIVE: টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি, বললেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi Address LIVE:‘‘টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি’, বললেন প্রধানমন্ত্রী
LIVE

Background
PM Modi Address LIVE: যতক্ষণ যুদ্ধ চলছে, অস্ত্র নামাবেন না, সাবধানের সঙ্গে উত্সব পালন করুন, বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ গত দীপাবলিতে সবাই অশান্তি ভোগ করেছেন। আসন্ন দিওয়ালিতে ১০০ কোটি ভ্যাকসিনেশনের ফলে স্বস্তি দিচ্ছে। এর ফলে ছোট ব্যবসায়ীরা উত্সাহী হবেন। বড় লক্ষ্যপূরণ করতে সক্ষম দেশ। তবে যতক্ষণ যুদ্ধ চলছে, অস্ত্র নামাবেন না, সাবধানের সঙ্গে উত্সব পালন করুন। জুতো পরে যেমন আমরা বাইরে যাই, মাস্ক পরেও যেন তাই আমরা করি’
‘
PM Modi Address LIVE: ভারতে তৈরি জিনিসপত্র কেনায় জোর দিন, বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, ‘বর্তমানে মেড ইন ইন্ডিয়া তকমা শক্তিশালী হচ্ছে। ভারতে তৈরি জিনিসপত্র কেনায় জোর দিন। ভোকাল ফর লোকাল স্লোগানকে বাস্তাবায়িত করতে হবে।
PM Modi Address LIVE: ভারতীয় সংস্থাগুলিতে এখন রেকর্ড বিনিয়োগ আসছে, বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতীয় সংস্থাগুলিতে এখন রেকর্ড বিনিয়োগ আসছে। গৃহ নির্মাণ ক্ষেত্রেও দেখা যাচ্ছে উন্নতির জোয়ার।করোনা-কালে দেশের অর্থনীতিকে সামাল দিয়েছে কৃষিক্ষেত্রের পারফরমেন্স। সব ক্ষেত্রে উন্নতির চিহ্ন দেখা যাচ্ছে, উত্সবের মরশুম তাতে আরও গতি দেবে।’
PM Modi Address LIVE: ‘ কোন রাজ্য কতটা ভ্যাকসিন পাবে, তা ঠিক হয়েছে বৈজ্ঞানিকভাবে’
মোদি বলেছেন, ‘ কোন রাজ্য কতটা ভ্যাকসিন পাবে, তা ঠিক হয়েছে বৈজ্ঞানিকভাবে’
PM Modi Address LIVE: টিকা উৎপাদনের সঙ্গে সর্বত্র পৌঁছে দেওয়ারও চ্যালেঞ্জ ছিল,বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের ভ্যাকসিনেশন কর্মসূচির পুরোটাই বিজ্ঞাননির্ভর। টিকা তৈরি করা নিয়েও আমাদের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। উত্পাদনের সঙ্গে চ্যালেঞ্জ ছিল দেশের সর্বত্র টিকা পৌঁছে দেওয়ার’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
