PM Modi Address LIVE: টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি, বললেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi Address LIVE:‘‘টিকা কর্মসূচিতে ভিআইপি সংস্কৃতি আসতে দেওয়া হয়নি’, বললেন প্রধানমন্ত্রী

Background
নয়াদিল্লি: সকাল ১০টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ট্যুইট করে জানাল পিএমও। জঙ্গি মোকাবিলা, কাশ্মীর পরিস্থিতি থেকে একশ কোটি ভ্যাকসিনেশন, ভাষণে থাকতে পারে সবকিছুই।
উল্লেখ্য, করোনার বিরুদ্ধে লড়াইয়ে ১০০ কোটি ভ্যাকসিনেশনের মাইলস্টোন গতকালই ছুঁয়ে ফেলেছে ভারত। চিনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে, ১ বিলিয়ন ভ্যাকসিনেশনের রেকর্ড হল বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য বলছে,প্রায় ৭১ কোটি ৩ লক্ষ পূর্ণবয়স্ক ব্যক্তি পেয়েছেন ভ্যাকসিনের প্রথম ডোজ।আর দু’টি ডোজ পেয়েছেন প্রায় সাড়ে উনত্রিশ কোটি দেশবাসী।১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয় ভ্যাকসিনেশন।৯ মাস পাঁচ দিনে, ১০০ কোটির লক্ষ্যমাত্রা পূরণ হল।
PM Modi Address LIVE: যতক্ষণ যুদ্ধ চলছে, অস্ত্র নামাবেন না, সাবধানের সঙ্গে উত্সব পালন করুন, বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, ‘ গত দীপাবলিতে সবাই অশান্তি ভোগ করেছেন। আসন্ন দিওয়ালিতে ১০০ কোটি ভ্যাকসিনেশনের ফলে স্বস্তি দিচ্ছে। এর ফলে ছোট ব্যবসায়ীরা উত্সাহী হবেন। বড় লক্ষ্যপূরণ করতে সক্ষম দেশ। তবে যতক্ষণ যুদ্ধ চলছে, অস্ত্র নামাবেন না, সাবধানের সঙ্গে উত্সব পালন করুন। জুতো পরে যেমন আমরা বাইরে যাই, মাস্ক পরেও যেন তাই আমরা করি’
‘
PM Modi Address LIVE: ভারতে তৈরি জিনিসপত্র কেনায় জোর দিন, বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, ‘বর্তমানে মেড ইন ইন্ডিয়া তকমা শক্তিশালী হচ্ছে। ভারতে তৈরি জিনিসপত্র কেনায় জোর দিন। ভোকাল ফর লোকাল স্লোগানকে বাস্তাবায়িত করতে হবে।






















