Mann ki Baat: "মন কি বাত"-এ কী বার্তা দেবেন মোদি?
রবিবার ৭৪তম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি মাসের শেষ রবিবার সাধারণের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: রবিবার ৭৪তম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি মাসের শেষ রবিবার সাধারণের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিশেষ ঘটনাকেন্দ্রিক বার্তার পাশাপাশি দেশের সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণের প্রতি বার্তাও দিয়ে থাকেন প্রধানমন্ত্রী। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের ইতিবাচক ঘটনা তুলে ধরেন মোদি।
বছরের প্রথম মন কি বাতে বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য রেখেছিলেন মোদি। কারণ তাঁর মন কি বাত অনুষ্ঠানের একদিন পরেই বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, অল ইন্ডিয়া রেডিওতে মন কি বাত অনুষ্ঠান হিন্দিতে সম্প্রচার করার পরেই আকাশবাণী প্রতিটি আলাদা আলাদা স্থানীয় ভাষায় সেটির অনুবাদ করে সম্প্রচার করবে। হিন্দি সম্প্রচার শোনা যাবে অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ও নরেন্দ্র মোদির মোবাইল অ্যাপে।
ইতিমধ্যেই বাংলা-সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষিত হয়েছে। সেদিকে নজর রেখে করোনা আবহে ভোট নিয়ে বার্তা দিতে পারেন মোদি। আর কয়েকদিন পরেই রয়েছে চারটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন। এগুলির মধ্যে কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপির দখলে রয়েছে অসম। পাশাপাশি বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে রাজনীতির পারদ ক্রমশ চড়ছে।
মোদি ট্যুইট করে জানিয়েছেন, মন কি বাত অনুষ্ঠানে সাধারণ মানুষের কাছ থেকে তিনি প্রেরণাদায়ক ও ইতিবাচক কিছু বার্তা চান। তিনি চেয়েছেন সারা দেশের মানুষ তাঁর অনুষ্ঠানে যোগ দিক। তিনি সকলের বক্তব্য শুনতে চান। পাশাপাশি দেশ জুড়ে চলা কৃষক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী কিছু বক্তব্য রাখেন কি না, দেখতে মুখিয়ে রয়েছেন সকলে। তবে প্রধানমন্ত্রী এই আইন থেকে কৃষকরা উপকৃত হবে বললেও দেশ জুড়ে চলা কৃষকদের বিক্ষোভ থেমে নেই। পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে এখনও এই আইন নিয়ে তোলপাড় চলছে।
রবিবার সকাল ১১টায় মন কি বাত অনুষ্ঠানে মোদি সেই ক্ষোভ প্রশমনের কোনও ইঙ্গিত দেন কি না, দেখতে মুখিয়ে রয়েছেন সকলে।