PM Modi in Varanasi:‘গরুকে মাতা মনে করি, কেউ কেউ উপহাস করে’, বারাণসীতে বিরোধীদের বিঁধলেন মোদি
PM Modi in Varanasi:বারাণসী সফরে এসে ২১০০ কোটি টাকার ৫ প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ৮৭০ কোটি টাকায় তৈরি ২২ টি প্রকল্প জনগনের উদ্দেশে সমর্পণ করলেন তিনি।
Modi Visits Varanasi: বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে ফের নিজের সংসদীয় কেন্দ্র বারাণসী সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাণসী সফরে এসে ২১০০ কোটি টাকার ৫ প্রকল্পের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ৮৭০ কোটি টাকায় তৈরি ২২ টি প্রকল্প জনগনের উদ্দেশে সমর্পণ করলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশ আজ কৃষক দিবস পালন করছে। আমরা যখন গাভী, গোবরের কথা বলি, তখন কিছু লোকজন এমন পরিস্থিতি তৈরি করে দেন, যাতে মনে হয়, যেন কোনও দোষ করে ফেলেছি। আমরা এখানে গরুর কথা বলি, গোর্বধনের কথা বলি। তখন কিছু লোক এমন বলে, যেন কোনও দোষ করে ফেলেছি। গরু কারুর কারুর কাছে দোষ হতে পারে, আমাদের কাছে গাভী মাতা, পূজনীয়। গরু-মহিষ নিয়ে যাঁরা মজা করেন, তাঁরা ভুলে যান যে দেশের ৮ কোটি পরিবারের জীবিকা এমনই পশুধন থেকে চলে। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের ডেয়ারি সেক্টরকে শক্তিশালী করে তোলা আমাদের সরকারের অগ্রাধিকারগুলির মধ্যে অন্যতম। এদিনের অনুষ্ঠান উত্তরপ্রদেশের গ্রাম ও কৃষক ও পশুপালকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী এদিন বারণসীর করখিয়ান এলারায় উত্তরপ্রদে স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলাপমেন্ট অথরিটি ফুডপার্কে বনস ডেয়ারি কাশি সঙ্কুল (কমপ্লেক্স)-এরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী সংস্কৃতি শ্লোকের উল্লেখ করে গ্রামীন জীবনে গরুর গুরুত্ব সম্পর্কে উল্লেখ করেন। তিনি বলেন, সরকার গবাদি পশুর বিভিন্ন রোগের জন্য দেশজুড়ে টিকাকরণ অভিযান চালিয়েছে। আমার অটুট বিশ্বাস যে, ডেয়ারি সেক্টর, পশুপালন, শ্বেত বিপ্লবে নয়া উদ্যম ও কৃষকদের পরিস্থিতি বদলে বড় ভূমিকা পালন করতে পারে। পশুপালন, মহিলাদের আর্থিক অবস্থার উন্নয়ন, তাঁদের উদ্যমশীলতাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় মাধ্যম।