Modi Attacks Rahul: ‘যুবরাজের জন্য আমার কপ্টার আটকে দেওয়া হয়’, ২০১৪-র প্রসঙ্গ টেনে রাহুলকে নিশানা মোদির
Modi Attacks Rahul: মোদির সফরের জন্য সোমবার আবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নির উড়ান আটকে দেওয়া হয় বলে অভিযোগ।
জলন্ধর: পাঞ্জাবে ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস (Congres) সাংসদ রাহুল গাঁধীকে (Rahul Gandhi) ফের তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাহুলের দিকে ফের ‘যুবরাজ’ কটাক্ষ ছুড়ে দিয়েছেন তিনি। তুলে এনেছেন ২০১৪-র লোকসভা নির্বাচনের প্রসঙ্গ। মোদির দাবি, রাহুল অমৃতসর যাচ্ছিলেন বলে তাঁর হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি।
সোমবার পাঞ্জাবের (Punjab Assembly Election 2022) জলন্ধরে বিজেপি-র (BJP) হয়ে প্রচারে গিয়েছিলেন মোদি। সেখানেই আট বছর আগের ঘটনার উল্লেখ করেন তিনি। বলেন, ‘‘তখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়ে গিয়েছে আমার। পাঠানকোট এবং হিমাচলপ্রদেশে প্রচারে যাচ্ছিলাম। পাঠানকোটে পৌঁছতে এক ঘণ্টা দেরি হয় আমার। কিন্তু পৌঁছনোর পর আমার হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি। কারণ সেই সময় ওদের যুবরাজও অমৃতসরে ছিলেন। অথচ উনি কংগ্রেসের সাংসদ ছিলেন মাত্র।’’
রাহুলের জন্য সে বার তাঁকে প্রচার বাতিল করতে হয় বলেও দাবি করেন মোদি। বলেন, ‘‘একটি পরিবারের জন্য এ ভাবে ক্ষমতার অপব্যবহার করা হতো। সূর্যাস্তের পর আমার হেলিকপ্টার উড়তে দেওয়া হয়নি, তাতে হিমাচলপ্রদেশে দু’টি অনুষ্ঠান বাতিল করতে হয় আমাকে, এ ভাবেই বিরোধীদের আটকে দিত কংগ্রেস। বিগত ৫০ বছর ধরে এমনটাই করে আসছে ওরা।’’
আরও পড়ুন: RBI on Cryptocurrencies: ‘ক্রিপ্টোকারেন্সি জুয়া ছাড়া কিছু নয়, নিষিদ্ধ রাখাই বুদ্ধিমানের কাজ’, মন্তব্য RBI কর্তার
ঘটনাচক্রে, সোমবার জলন্ধরে মোদি যখন রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ করেন, সেই সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নির (Charanjit Singh Channi) হেলিকপ্টার আটকে দেওয়া হয় চণ্ডীগড়ে। মোদির সফরের জন্য গোটা এলাকাকে ‘নো ফ্লাই জোন’ বলে ঘোষণা করা হয়েছে বলে জানানো হয় চান্নিকে। হোশিয়ারপুরে রাহুলের সভায় যোগ দেওয়া কথা ছিল। কিন্তু এক ঘণ্টার বেশি সময় কেটে গেলেও, তাঁর কপ্টার উড়তে দেওয়া হয়নি বলে অভিযোগ। তা নিয়ে কেন্দ্রেক একহাত নেন চান্নি। তিনি বলেন, ‘‘আমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। কোনও জঙ্গি নই যে প্রধানমন্ত্রীর সফরের জন্য উড়ানে অনুমোদন মিলবে না।’’
এর আগে, গত ৫ জানুয়ারি ভাটিন্ডা উড়ালপুলের উপর ২০ মিনিট আটকে ছিল মোদির কনভয়। হেলিকপ্টারে চেপেই জনসভায় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু গাড়িতে চেপে যাওয়ার সিদ্ধান্ত নেন মোদি। তাতে ওই উড়ালপুলে তাঁর কনভয়কে বিক্ষোভের মুখে পড়তে হয়। সেই সময় কেন্দ্র অভিযোগ করে যে, পাঞ্জাব সরকারকে তা জানানো সত্ত্বেও রাস্তা খালি করা হয়নি বলে অভিযোগ করে কেন্দ্র। যদিও চান্নির দাবি, শেষ মুহূর্তে হেলিকপ্টার সফর বাতিল করে গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন মোদি।