(Source: ECI/ABP News/ABP Majha)
Modi Gift to Kamala Harris: কাশীর বিশেষ উপহারে আমেরিকার মন জয় করতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করে গুরুত্বপূর্ণ কথা তো বলেছেনই। পাশাপাশি কমলা হ্যারিস এবং অন্য়ান্য় নেতৃবর্গকে স্বদেশী উপহারে ভরিয়ে দিয়েছেন তিনি।
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রয়েছেন আমেরিকা সফরে। দুদেশের কূটনৈতিক সম্পর্ক এই সফরের শেষে কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে, সফরের শুরুতেই অন্তত উপহার দিয়ে আমেরিকাবাসীর মন জয় করে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করে গুরুত্বপূর্ণ কথা তো বলেছেনই। পাশাপাশি কমলা হ্যারিস (Kamala Harris) এবং অন্য়ান্য় নেতৃবর্গকে স্বদেশী উপহারে ভরিয়ে দিয়েছেন তিনি।
কমলা হ্যারিসের ঠাকুরদা পিভি গোপালন ছিলেন সম্মানীয় সরকারি পদাধিকারী। দেশের বিভিন্ন প্রান্তে কাজ করেছিলেন তিনি। কুটিরশিল্পীদের হাতে তৈরি কাঠের চোখ ধাঁধানো ফ্রেমে ভরা পিভি গোপালনের সুদৃশ্য ছবি উপহার দিয়েছেন তিনি। উপহারের তালিকা অবশ্য এতেই শেষ নয়। এর পাশাপাশি তিনি তাঁকে দিয়েছেন গুলাবি মিনাকারি দাবার সেট। যেগুলো কাশীতে খুব ভালো পাওয়া যায়। এবং কাশীর হস্তশিল্পের ঐতিহ্য এবং নিদর্শন বহন করে। প্রত্যেকটা দাবার সেট ঠিক কাশীর মতোই উজ্জ্বল রংবেরংয়ের কারুকাজ করা। কাশী শুধু এই পৃথিবীর অন্যতম প্রাচীন শহর, তাই নয়। কাশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্রও বটে।
উপহার দেওয়ার সৌজন্য বিনিময় শেষ হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন হোয়াইট হাউসে। বৈঠকের শেষে ভারত আমেরিকা দ্বিপাক্ষিক বিবৃতিও পেশ করা হয়। আলোচনায় থাকে বর্তমান কোভিড পরিস্থিতি এবং বিশ্ব জোড়া নানা রাজনৈতিক বিষয়। কমলা হ্যারিসকে 'প্রেরণার আধার' বা সোর্স অফ ইন্সপিরেশনে ভূষিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মিলে বিশ্বের বহু দেশকে এক হয়ে চলতে সাহায্য করবে। কমলা হ্যারিসের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য রাষ্ট্রনায়কদের সঙ্গেও দেখা করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে তিনি রুপোর তৈরি গুলাবি মিনাকারি জাহাজ উপহার দেন। যেগুলোও কিনা কাশীর ঐতিহ্যমন্ডিত হস্তশিল্পের নিদর্শন হিসেবে ধরা হয়। জাপানের নতুন প্রধানমন্ত্রী ইওশিদে সুগাকে তিনি একটি চন্দন কাঠের বুদ্ধ মূর্তি উপহার দিয়েছেন। প্রসঙ্গত, ভারত-জাপান মৈত্রী সম্পর্কে বরাবরই গৌতম বুদ্ধ উঠে এসেছেন। এর আগে নরেন্দ্র মোদি যখন জাপান সফরে গিয়েছিলেন, তখন তিনি সেখানকার বৌদ্ধ মন্দির দর্শন করেছিলেন। বলাই বাহুল্য ভারতের প্রধানমন্ত্রীর থেকে এমন সুন্দর উপহার পেয়ে খুশি তাঁরাও।