Covid-19 : করোনা-আবহে নির্দেশিকা কেন্দ্রের, অন্তঃসত্ত্বা ও বিশেষভাবে সক্ষম কর্মীরা করবেন ওয়ার্ক ফ্রম হোম
Union Minister Jitendra Singh : কেন্দ্রীয়মন্ত্রী আরও জানান, কোভিড কনটেনমেন্ট জোনে বসবাসকারী কর্মকর্তা ও কর্মীদেরও অফিসে আসা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
নয়া দিল্লি : দেশে দিন দিন বাড়ছে কোভিড সংক্রমণ। এই পরিস্থিতিতে আপাতত অফিস যেতে হবে না অন্তঃসত্ত্বা ও বিশেষভাবে সক্ষম কর্মীদের। কেন্দ্রের তরফে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে সরকারি কর্মীদের জন্য। রবিবার একথা জানান কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিংহ। যদিও এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করতে হবে।
কেন্দ্রীয়মন্ত্রী আরও জানান, কোভিড কনটেনমেন্ট জোনে বসবাসকারী কর্মকর্তা ও কর্মীদেরও অফিসে আসা থেকে অব্যহতি দেওয়া হয়েছে। যতক্ষণ না কনটেনমেন্ট জোনটি ডি-নোটিফাই করা হয়, ততক্ষণ পর্যন্ত।
রবিবার কর্মী মন্ত্রণালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়, আন্ডার সেক্রেটারি পর্যায়ের নীচে সরকারি কর্মীদের শারীরিক উপস্থিতি ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে এবং বাকি ৫০ শতাংশ বাড়ি থেকে কাজ করবে। সংশ্লিষ্ট সকল বিভাগ সেই অনুযায়ী রোস্টার প্রস্তুত করবে। যদিও মন্ত্রী জানান, কর্মকর্তা এবং কর্মীরা, যাঁরা অফিসে যোগ দিচ্ছেন না এবং বাড়ি থেকে কাজ করছেন, তাঁরা সব সময় টেলিফোনে এবং যোগাযোগের অন্যান্য বৈদ্যুতিন মাধ্যমে উপলব্ধ থাকবেন।
আরও পড়ুন ; দেশে বেলাগাম সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০-র বেশি
প্রসঙ্গত, দেশে করোনার (India Corona) তৃতীয় ঢেউয়ে (Corona 3rd Wave) লাগামহীন সংক্রমণ দেখা দিয়েছে। দৈনিক আক্রান্তর সংখ্যা দেড় লক্ষ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। বেড়েছে মৃতের সংখ্যা, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৭ জনের।
দেশে কোভিডের তৃতীয় (Covid 3rd Wave) ঢেউ কার্যত বদলে গেছে সুনামিতে। দৈনিক আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০-র বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬।