Punjab CM Update: ঠিকাচুক্তির বিনিময়ে কমিশন! স্বাস্থ্য় মন্ত্রীকে ছাঁটাই ভগবন্তের, 'চোখে জল' কেজরিওয়ালের
Bhagwant Mann: ইতিমধ্যেই বিজয় অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছেন ভগবন্ত। এই নিয়ে দ্বিতীয় বার কোনও রাজ্যে এমন কড়া পদক্ষেপ করল আপ সরকার।
চণ্ডীগড়: দায়িত্ব হাতে পেয়ে বিধায়কদের রোজগার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ বার দুর্নীতির অভিযোগে নিজের মন্ত্রীকেই বরখাস্ত করলেন পঞ্জাবের (Punjab News) মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান (Bhagwant Mann)। পঞ্জাবে আম আদমি পার্টি (AAP) সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিঙ্গলা (Vijay Singla)। সরকারি ঠিকাচুক্তির পরিবর্তে তিনি এক শতাংশ কমিশন দাবি করছিলেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে হাতেনাতে প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে পঞ্জাব সরকারের তরফে। তাতেই বিজয়কে ছেঁটে ফেলার সিদ্ধান্ত ভগবন্তের। তাঁকে গ্রেফতারও করেছে দুর্নীতি সংক্রান্ত নজরদারি বিভাগ ভিজিল্যান্স ব্যুরো।
মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ পঞ্জাবের আপ সরকারের
একটি ভিডিও বার্তা প্রকাশ করে নিজের সিদ্ধান্ত জানান ভগবন্ত। তিনি বলেন, "আপ একটি সৎ দল। আমাদের সরকার এক টাকার দুর্নীতিও বরদাস্ত করে না। রাজ্য়ের বিভিন্ন প্রান্তে মানুষের চোখেও সেই প্রত্যাশা দেখেছি আমি। দুর্নীতির গ্রাস থেকে একজন রক্ষাকর্তা চাইছেন তাঁরা। পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার আগে অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিমুক্ত সরকার গড়ার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আমাকে।"
ভগবন্তের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Keriwal)। টুইটারে ভগবন্তের উদ্দেশে তিনি লেখেন, 'ভগবন্ত, আপনার সিদ্ধান্তে গর্ববোধ করছি। আপনার এই পদক্ষেপে আমার চোখে জল এসে গিয়েছে।'
Proud of you Bhagwant. Ur action has brought tears to my eyes.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 24, 2022
Whole nation today feels proud of AAP https://t.co/glg6LxXqgs
আরও পড়ুন: Aadhaar Card Download: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই করুন আধার ডাউনলোড, জানেন এই পদ্ধতি ?
তবে কেজরিওয়ালকে দেওয়া প্রতিশ্রুতিই রক্ষা করছেন বলে জানিয়েছেন ভগবন্ত। তাঁর কথায়, "দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই কাজ করব বলে ওঁকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। সম্প্রতি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির বিয়টি আমার গোচরে আসে। সংবাদমাধ্যমও ততক্ষণ পর্যন্ত আঁচ করতে পারেনি। চাইলে ধআমাচাপা দিয়ে দিতেই পারতাম। কিন্তু তা করলে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হত। তাই কড়া পদক্ষেপ করছি।"
দুর্নীতি মুক্ত দল একটিই, দাবি আপ নেতাদের
ইতিমধ্যেই বিজয় অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছেন ভগবন্ত। এই নিয়ে দ্বিতীয় বার কোনও রাজ্যে এমন কড়া পদক্ষেপ করল আপ সরকার। এর আগে, ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে দিল্লির তৎকালীন খাদ্য সরবরাহমন্ত্রীকে বরখাস্ত করেন কেজরিওয়াল। মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেন। পঞ্জাবে তার পুনরাবৃত্তি হওয়ায় দলের হয়ে মাঠে নামেন আপ সাংসদ রাঘব চাড্ডা। তাঁর দাবি, এই মুহূর্তে দেশে আপই একমাত্র ন্যায়পরায়ণ, দুর্নীতিবিরোধী দল। নিজের দলের লোকের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করতে দ্বিধা করে না।