Dog Bites Compensation: প্রতি কামড়ে ন্যূনতম ১০ হাজার, প্রতি ০.০২ সেমি ক্ষতে ২০ হাজার, পথকুকুরের হামলায় ক্ষতিপূরণ বেঁধে দিল আদালত
Stray Dogs Attack: পথকুকুরদের হামলা নিয়ে ১৯৩টি আবেদন জমা পড়েছিল হাইকোর্টে।
নয়াদিল্লি: কোটি কোটি টাকার সম্পত্তি যে চা সংস্থার, তার মালিক মারা গিয়েছেন পথকুকুরদের হামলায়। বিগত কয়েক মাসে এমন একাধিক ঘটনা সামনে এসেছে। সেই রকমই একটি মামলায় এবার বেনজির রায় শোনাল পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। পথকুকুরদের হামলার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে দায়ী করে, মোটা টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল। (Dog Bites Compensation)
পথকুকুরদের হামলা নিয়ে ১৯৩টি আবেদন জমা পড়েছিল হাইকোর্টে। মঙ্গলবার শুনানি করতে গিয়ে প্রতি কামড় পিছু কমপক্ষে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত জানিয়েছে, পথকুকুরের হামলার দায় রাজ্য তথা সংশ্লিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের। প্রতি কামড় পিছু কমপক্ষে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষত থেকে যদি মাংস বেরিয়ে আসে, তাহলে ক্ষতের গভীরতা অনুযায়ী প্রতি ০.০২ সেন্টিমিটার পিছু কমপক্ষে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। (Stray Dogs Attack)
শুধু তাই নয়, পঞ্জাব, হরিয়ানা এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড় প্রশাসনকে ডেপুটি কমিশনারের নেতৃত্বে বিশেষ কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাস্তরে ক্ষতিপূরণের বিষয়টি সকলকে বুঝিয়ে দিতে বলা হয়েছে আদালতের তরফে। বিগত কিছু দিন ধরেই একের পর এক পথকুকুরের হামলার ঘটনা উঠে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সেই আবহে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: বিবাহবহির্ভূত সম্পর্ক ফের অপরাধ বলে গন্য হবে? মোদি সরকারের কাছে সুপারিশ সংসদীয় কমিটির
অতি সম্প্রতি পথকুকুরদের হামলায় মারা যান ‘বাঘ বকরি চা গোষ্ঠী’র এগজিকিউটিভ ডিরেক্টর পরাগ দেসাই। আমদাবাদে নিজের বাড়ির বাইরে পথকুকুরদের হামলার মুখে পড়েন তিনি। তার আগে, সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক কিশোরের মৃত্যু হয়। পরিবারের কাছে কুকুরে কামড়ানোর বিষয়টি লুকিয়ে গিয়েছিল সে। কামড় খাওয়ার প্রায় এক মাস পর সংক্রমণ থেকে মারা যায় সেষ
এখনও পর্যন্ত যে হিসেব মিলেছে, সেই অনুযায়ী, বর্তমানে দেশে পোষ্য সারমেয়র সংখ্যা প্রায় ১ কোটি। সেই তুলনায় দেশে প্রায় ৩.৫ কোটি পথকুকুর রয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে দেশে কুকুরে কামড়ানোর ফলে ৪ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়। ২০১৯ সাল থেকে দেশে ১.৫ কোটি পথকুকুরের হামলার ঘটনা সামনে এসেছে বলে দাবি করেছে আর একটি সমীক্ষা। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ (২৭.৫২ লক্ষ), দ্বিতীয় স্থানে তামিলনাড়ু (২০.৭ লক্ষ) এবং তৃতীয় স্থানে মহারাষ্ট্র (১৫,৭৫ লক্ষ)।