Chhattisgarh Congress MLAs : পাঞ্জাবে টানাপোড়েনের আবহেই দিল্লি পৌঁছলেন ছত্তীসগড়ের বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক
ছত্তীসগড়ের রামানুজগঞ্জের বিধায়ক বৃহস্পত সিংহ জানিয়েছেন, ১৫-১৬ জন মতো বিধায়ক দিল্লি পৌঁছেছেন।
রাইপুর(ছত্তীসগড়) : পাঞ্জাবে চাপ বাড়ছে কংগ্রেসের। গতকাল সন্ধেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। এদিকে কংগ্রেস শাসিত আরও একটি রাজ্য ছত্তীসগড়ে নেতৃত্বে রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে এই রাজ্যের ১২ জনের বেশি বিধায়ক পৌঁছলেন দিল্লি। গতকাল তাঁরা দিল্লি যান। সূত্রের খবর, এই বিধায়করা মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের প্রতি তাঁদের সমর্থন জানাতে গেছেন হাইকম্যান্ডের কাছে। যদিও বিষয়টি অস্বীকার করেছেন তাঁরা। তাঁদের দাবি, রাহুল গাঁধীর প্রস্তাবিত রাজ্য সফর সম্পর্কিত বিষয়ে কথা বলতে এসেছেন তাঁরা।
ছত্তীসগড়ের রামানুজগঞ্জের বিধায়ক বৃহস্পত সিংহ জানিয়েছেন, ১৫-১৬ জন মতো বিধায়ক দিল্লি পৌঁছেছেন। তাঁরা বিভিন্ন জায়গায় রয়েছেন। ছত্তীসগড়ে রাহুলজির প্রস্তাবিত সফর রয়েছে। আমরা রাহুলজির কাছে বার্তা পাঠাতে চাইছি যে, তাঁর সফর যদি আর একটু দীর্ঘাযিত করা যায়। আমাদের রাজ্যে দায়িত্বপ্রাপ্ত পি এল পুনিয়াজির মাধ্যমে তাঁর কাছে এই অনুরোধ জানাতে চাইছিলাম। যাতে সব বিধায়ক উপকৃত হন। আমরা দিল্লি এসেছি এই অনুরোধ জানাতে। এবিষয়ে আমরা বৃহস্পতিবার পুনিয়া স্যারের সঙ্গেও কথা বলব। আমাদের এই পরিদর্শন যেন অন্য কোনওভাবে না দেখা হয়।
আপনার কি ভূপেশ বাঘেলের প্রতি আপনাদের সমর্থন জানাতে এসেছেন ? এই প্রশ্নের উত্তরে এই বিধায়ক বলেন, আমাদের দলে ৭০ জন বিধায়ক আছেন(ছত্তীসগড় বিধানসভায় আসন সংখ্যা ৯০)। এর মধ্যে ৬০ জন বিধায়ক এর আগেরবার পুনিয়াজিকে সব জানিয়েছেন। যখন হাইকম্যান্ডের আশীর্বাদ রয়েছে, বিধায়কদের সমর্থন, মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন, তখন আর কোনও ইস্যু নেই।
এদিকে বুধবার সন্ধেয় অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন পাঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। এনিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এবার কী তাহলে 'হাত' শিবিরের চিন্তা বাড়িয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অমরিন্দর। যদিও গোটা বিষয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। বরং বলা ভাল, সংবাদমাধ্যমকে এড়ানোর সচেষ্ট প্রয়াস চলেছে। তবে রাজধানীর রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, শুধু অমিত শাহ-ই নন, বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে অমরিন্দরের।