Punjab Election 2022: "প্রত্যেকের সাফল্যের জন্য কাজ করবে আপ,'' পাঞ্জাবে জয়ের পর প্রতিক্রিয়া রাঘব চাড্ডার
Punjab Election Result 2022: এদিন তিনি বলেন, “উড়তা পাঞ্জাব নয়, এবার থেকে পাঞ্জাবের পরিচয় হবে উঠতা পঞ্জাব হিসেবে। সব কৃতিত্ব আপে কর্মী সমর্থকদের। দিন-রাত, গরম-ঠান্ডাকে উপেক্ষা করে কাজ করেছেন তাঁরা।''
নয়াদিল্লি: পাঞ্জাবে সরকার গঠনের পথে আম আদমি পার্টি। দলের এই সাফল্যে খুশি পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত নেতা রাঘব চাড্ডা। এদিন তিনি বলেন, “উড়তা পাঞ্জাব নয়, এবার থেকে পাঞ্জাবের পরিচয় হবে উঠতা পঞ্জাব হিসেবে। সব কৃতিত্ব আপে কর্মী সমর্থকদের। দিন-রাত , গরম-ঠান্ডাকে উপেক্ষা করে কাজ করেছেন তাঁরা। প্রত্যেকের সাফল্যের জন্য কাজ করবে আপ। তাঁর কথায়, "অনেক দল আমাদের টেক্কা দেওয়ার চেষ্টা করেছিল। অরবিন্দ কেজরিওয়ালকে জঙ্গি তকমাও দেওয়া হয়েছে। কিন্তু জনগণ প্রমাণ করে দিয়েছে তিনি একজন ‘শিক্ষক-বাদী।''
পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। সেখানে আম আদমি পার্টির জয়জয়কার। আপ একাই পেয়েছে ৯০টি আসন। ম্যাজিক ফিগার ৫৯। কংগ্রেস ১৮, শিরোমণি অকালি দল ৬, বিজেপি ২টি আসনে এগিয়ে রয়েছে। চমকৌর সাহিব ও ভাদৌর এই দুটি কেন্দ্রেই পিছিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি, অমৃতসর পূর্ব কেন্দ্রে পিছিয়ে নভজ্যোৎ সিং সিধু। পাটিয়ালা কেন্দ্রে পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
#PunjabElections2022 | Punjab has proven that it likes the Arvind Kejriwal-Bhagwant Mann pair, & no other party's pair... all other parties tried to defame us & called Kejriwal Ji a terrorist, but public proved that he is a 'shikshak-wadi': AAP’s Punjab co-in charge Raghav Chadha pic.twitter.com/g9QZ9V8aq5
— ANI (@ANI) March 10, 2022
Punjab will not be known as 'Udta Punjab' from now onwards, but 'Uthta Punjab'... all the credit goes to AAP workers, they didn't see day or night, summer or winter, &continued working for the party. AAP will work for everybody progressively: AAP Punjab co-in charge Raghav Chadha pic.twitter.com/IRik0B9l4D
— ANI (@ANI) March 10, 2022
দিল্লি পেরিয়ে এবার প্রতিবেশী রাজ্যে সরকার গঠন করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল (Arvind Kejriwal)। "কেজরিওয়াল মডেলকে সুযোগ দিয়েছে পঞ্জাব। আজ জাতীয় স্তরে তাঁর মডেল প্রতিষ্ঠা হল। এটা সাধারণ মানুষের জয়।'' পঞ্জাবে আম আদমি পার্টির সাফল্যে প্রতিক্রিয়া আপ নেতা মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। একইসঙ্গে গোয়া এবং উত্তরাখণ্ডের দলের ফল দেখে তিনি বলেন, “আমরা গোয়া, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশেও প্রার্থী দিয়েছিলাম। কিন্তু লক্ষ্য ছিল পঞ্জাব। ধীরে ধীরে সংশ্লিষ্ট রাজ্যগুলিও আমাদের দলে বিশ্বাস করবে।
আরও পড়ুন: UP Assembly Election Results 2022: উত্তরপ্রদেশে বিপুল সাফল্য বিজেপির, কৃষি আইন কি ফেরত আনবে কেন্দ্র? কী বললেন বিজয়বর্গীয়?