Lord Hanuman: ভগবান হনুমানকে নোটিস পাঠালো রেল, ক্ষুব্ধ এলাকাবাসী
Dhanbad: মন্দির সরিয়ে খালি জমি রেলের সেকশন ইঞ্জনিয়ারের হাতে তুলে দেওয়ার কথাও বলা হয়েছে ওই নোটিসে।
নয়াদিল্লি: এবার খোদ ভগবান হনুমানকেই (Lord Hanuman) নোটিস পাঠালো রেল (Railways)। ১০ দিনের মধ্যে মন্দির সরানোর কথা জানিয়ে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মন্দির সরিয়ে খালি জমি রেলের সেকশন ইঞ্জনিয়ারের হাতে তুলে দেওয়ার কথাও বলা হয়েছে ওই নোটিসে।
মন্দির সরানোর জন্য ভগবান হনুমানকে নোটিস রেলের-
ভগবান হনুমানের মন্দিরটি অবস্থিত ঝাড়খন্ডের ধানবাদে। এদিন মন্দিরের বাইরে একটি নোটিস ঝুলতে দেখা যায়। ভগবান হনুমানকে উদ্দেশ্য করে দেওয়া সেই নোটিসে উল্লেখ করা রয়েছে যে, 'রেলের জমি আপনি বেআইনিভাবে দখল করে রয়েছেন। এটি আইনত অপরাধ। যদি ১০ দিনের মধ্যে রেলের এই জমি খালি করে দেওয়া না হয়, তাহলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে রেল।' মন্দিরের বাইরে টাঙানো এই নোটিস দেখা মাত্রই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বহু মানুষ রেলের এই নোটিসের বিরোধিতা করেন। মন্দিরের কাছে অবস্থিত খটিক বস্তিতে বসবাস করা প্রায় ৬০জন ব্যক্তির বিরুদ্ধেও নোটিস দিয়েছে রেল। তাঁদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তাঁরা ছোটখাটো ব্যবসা যেমন, ফল, মাছ, সব্জি বিক্রি করে রোজগার করতে পারেন। রেলের জমিতে বেআইনিভাবে মন্দির গড়ে তার মাধ্যমে রোজগার তাঁরা করতে পারেন না। দ্রুত যেন রেলের জমি থেকে মন্দির সরিয়ে জমি খালি করে দেওয়া হয়, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নোটিসে।
ঝাড়খন্ডের ধানবাদে ভগবান হনুমানের মন্দির সরিয়ে দেওয়ার নোটিসে ক্ষুব্ধ এলাকাবাসী। মন্দিরের বাইরে রেলওয়ের পক্ষ থেকে নোটিস দেওয়ার পর বড় সংখ্যক মানুষ সেখানে জমায়েত হন। বহু মানুষ সেই নোটিসের বিরোধীতা করেন। রেলের নোটিসের বিরোধীতা করে প্রতিবাদ করতে থাকেন তাঁরা। ভগবান হনুমানের উদ্দেশে নোটিসে নির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে যে, নোটিস দেওয়ার ১০ দিনের মধ্যে রেলের জমি যা বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে, মন্দির সরিয়ে যেন তা খালি করে দেওয়া হয়।
আরও পড়ুন - Viral Video: সিংহ শাবককে পোষ মানাতে গিয়ে এ কী অবস্থা ব্যক্তির! ভিডিও ভাইরাল
অন্যদিকে, চলতি বছরের মাঝামাঝি দিকে হনুমান জয়ন্তীতে গুজরাতের মরবিতে ভগবান হনুমানের ১০৮ ফুট মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূর্তি উন্মোচন করেন তিনি। রামেশ্বরম এবং পশ্চিমবঙ্গেও আরও দুটি মূর্তি স্থাপন করা হবে বলে জানান নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদি এও বলেছেন , "দেশের বিভিন্ন জায়গায় রাম কথার আয়োজন করা হয়। যার ভাষা যাই হোক না কেন, রাম কথা সকলকে একত্রিত করে। এটাই ভারতীয়দের বিশ্বাসের শক্তি। আমাদের আধ্যাত্মিকতা, আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্য" বলেন তিনি।