![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jharkhand News: নিয়ম ভেঙে চার্টার্ড বিমানে উড়ান ২ বিজেপি সাংসদের, অভিযোগ দায়ের হতে ডিসিপি-র বিরুদ্ধেই দেশদ্রোহের মামলা!
Sedition Case: ঘটনার সূত্রপাত গত ৩১ অগাস্ট। ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দর হয়ে ফিরছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, মনোজ তিওয়ারি এবং তাঁদের সাত সঙ্গী।
![Jharkhand News: নিয়ম ভেঙে চার্টার্ড বিমানে উড়ান ২ বিজেপি সাংসদের, অভিযোগ দায়ের হতে ডিসিপি-র বিরুদ্ধেই দেশদ্রোহের মামলা! Sedition case against Deoghar DCP after BJP MP Nishikant Dubey Manoj Tiwari were booked for alleged forceful take off of chatered Plane Jharkhand News: নিয়ম ভেঙে চার্টার্ড বিমানে উড়ান ২ বিজেপি সাংসদের, অভিযোগ দায়ের হতে ডিসিপি-র বিরুদ্ধেই দেশদ্রোহের মামলা!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/03/0c8f392a8f78b9b8d01d5ef10b254eda1662221543294338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সদ্য চালু হয়েছে বিমানবন্দর। বিকেলের পর বিমান ওড়ানোর অনুমতি নেই সেখানে। তার পরেও জোরপূর্বক বিমান ওড়ানোয় অভিযুক্ত দুই বিজেপি সাংসদ (BJP MPs)। সেই নিয়ে অভিযোগ জানালে দেশদ্রোহ (Sedition Case) এবং ষড়যন্ত্রের মামলা দায়ের হল খোদ ডিসিপির বিরুদ্ধেই। এই ঘটনায় নতুন করে সমালোচনার মুখে গেরুয়া শিবির (BJP)।
নিয়ম ভেঙে চার্টার্ড বিমানে উড়ান বিজেপি সাংসদদের!
ঘটনার সূত্রপাত গত ৩১ অগাস্ট। ঝাড়খণ্ডের (Jharkhand News) দেওঘর বিমানবন্দর (Deoghar Airport) হয়ে ফিরছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Duvey), মনোজ তিওয়ারি (Manoj Tiwari) এবং তাঁদের সাত সঙ্গী। কিন্তু উড়ানের অনুমতি না থাকা সত্ত্বেও তাঁরা এয়ার ট্র্যাফিক কন্ট্রোল রুমে ঢুকে আসেন এবং সেখানে আধিকারিদের উপর জোর খাটিয়ে চার্টার্ড বিমানের উড়ানে অনুমোদন আদায় করেন বলে অভিযোগ।
এ নিয়ে বিজেপি সাংসদদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সুমন আনন্দ। জোর করে অনুমোদন আদায় করে বিজেপি সাংসদরা নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেন তিনি। সেই নিয়ে শুক্রবার ঝাড়খণ্ডের অসমারিক বিমান পরিবহণ বিভাগের প্রধান সচিবকে চিঠি লেখেন দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভাজনতান্ত্রি।
ডিসিপি-র ওই চিঠির পরই প্রথমে ট্যুইটারে ডিসিপির সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপি সাংসদ নিশিকান্ত। তার পর শনিবার ডিসিপি-র বিরুদ্ধে ‘জিরো এফআইআর’ দায়ের করেন তিনি। ঘটনা যেখানেই ঘটে থাকুক না কেন, ‘জিরো এফআইআর’-এর আওতায় যে কোও থানায় মামলা দায়ের করা যেতে পারে। তার আওতায় দেওঘরের ডিসিপি-র বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে। ডিসিপি তাঁর দুই ছেলেকেও গালি দিয়েছেন, খুনের হুমকি দিয়েছেন বলে দাবি করেন নিশিকান্ত।
ডিসিপি চিঠি লেখার পর তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা
যদিও ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, গত ১২ জুলাই দেওধর বিমানবন্দরটির উদ্বোধন হয়। রাতের বেলা উড়ানের জন্য এখনও অনুমোদন মেলেনি। বরং এই মুহূর্তে সূর্যাস্তের আধ ঘণ্টা আগে পর্যন্ত বিমান চলাচলের অনুমতি রয়েছে সেখানে। তার পরেও বিজেপি সাংসদরা জোর করে চার্টার্ড বিমান উড়িয়ে নিয়ে যান বলে অভিযোগ জমা পড়েছে থানায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)