IndiGo flights Delay: বিমান কর্মীর ঘাটতি, দেশ জুড়ে ইন্ডিগোর উড়ানে দেরি
IndiGo flights Delay: বিমান কর্মীর ঘাটতি জেরে ইন্ডিগোর উড়ানে দেরি। বিস্তারিত আসছে।
দিল্লিঃ বিমান কর্মীর ( Flight Crew members ) ঘাটতি জেরে ইন্ডিগোর উড়ানে দেরি। এএনআই সংবাদ সংস্থা সূত্রে দাবি, এদিন যত সংখ্যক ইন্ডোগোর ( IndiGo ) উড়ান রয়েছে, তত সংখ্যক উড়ানে ক্রিউ মেম্বার নেই। তাই বিমান কর্মীর ঘাটতি জেরে দেশ জুড়ে ইন্ডিগোর উড়ানে পরিষেবায় দেরি হচ্ছে। ইতিমধ্যেই ডিজিসিএ-র তরফে কথা বলা হচ্ছে।
Several IndiGo flights across the country delayed after the non-availability of crew members. pic.twitter.com/8km8evAQY1
— ANI (@ANI) July 3, 2022
আরও পড়ুন, ফের ধাক্কা উদ্ধবের, অধ্যক্ষ নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী
গোটা দেশ জুড়ে ইন্ডিগোর উড়ান পরিষেবায় প্রভাব পড়েছে। কারণ জানা গিয়েছে, ইন্ডোগোর ( IndiGo ) উড়ানের ক্রিউ মেম্বার সংখ্যা ইদানিং কমেছে। যার জেরে গোটা দেশ জুড়েই ইন্ডিগো বিমান দেরিতে চলছে। ইতিমধ্যেই ডিজিসিএ-র তরফে এই কথা বলা হয়েছে। এদিকে ক্রিউ মেম্বার সংখ্যা কমার জন্য, ইন্ডিগোর উড়ান গন্তব্যে দেরিতে পৌছেছে। শনিবার ইন্ডিগো নেটওয়ার্কে প্রায় ৫০ টি উড়ান ব্যহত হয়। যদিও ইন্ডোগোর তরফে জানানো হয়েছে ৪৫ শতাংশ উড়ান ক্রিউ মেম্বার না থাকার জন্য প্রভাবিত হয়েছে।
কেন দেরি হচ্ছে বিমান পরিষেবায় ? কারণ হিসাবে ইন্ডিগো জানিয়েছে, উড়ানে ক্রিউ মেম্বার কমেছে। যদিও সূত্র খবর অনুযায়ী অন্য প্রসঙ্গ এসেছে। টাটা গ্রুপ এবং এআই এক্সপ্রেস কেবিন ক্রিউ নিয়োগের জন্য ওয়াক ইন ইন্টারভিউ নিচ্ছে। সেই কারণেই কি ইন্ডিগোর কেবিন ক্রিউরা সেখানে গিয়েছে কিনা, প্রশ্ন উঠেছে। ব্যপক সংখ্যক ক্রিউ মেম্বাররা ছুটি নিয়েছেন। মূলত কোভিড পরিস্থিতি চলাকালীন ইন্ডিগোর কেবিন ক্রিউদের বেতন কাটা নিয়ে সমস্যা তৈরি হয়। এদিকে পরবর্তী সময়ে জ্বালানী মূল্য বৃদ্ধির কারণেও বিমানের টিকিটের দাম বাড়ে। তাই সব মিলিয়ে এই প্রভাব পড়ে ইন্ডিগো পরিষেবায়। তবে যাই হোক না কেন ইন্ডিগো পরিষেবার এই দেরি জেরে গোটা দেশে ভোগান্তির মুখে যাত্রীরা।
বিস্তারিত আসছে...