ABP Southern Rising Summit 2025: স্টালিন থেকে আন্নামালাই, তারকাখচিত এবিপি নিউজের 'সাদার্ন রাইজিং সামিট ২০২৫'-এ আর কে থাকছেন?
ABP Southern Rising Summit 2025: এই শীর্ষ সম্মেলনে, রাজনীতি, শিল্প, শিক্ষা, সঙ্গীত ও শিল্প ক্ষেত্রের ব্যক্তিত্বরা দক্ষিণ ভারতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের মতামত ভাগ করে নেবেন।

চেন্নাই: দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলো বিনোদন, শাসনব্যবস্থা, সাক্ষরতা, উন্নয়ন ও খেলাধুলা সহ অনেক ক্ষেত্রে দেশের বাকি রাজ্যগুলোর জন্য একটি অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে। এই তালিকায় যে রাজ্যগুলো রয়েছে সেগুলো হল অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক ও তামিলনাড়ু। সেই রাজ্যগুলোর সাংস্কৃতিক বিবর্তন ও সামাজিক সম্প্রীতির ও বোঝাপড়ার মেলবন্ধুন আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য ABP নেটওয়ার্ক আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ নভেম্বর, ২০২৫ সালে চেন্নাইতে 'দ্য সাদার্ন রাইজিং সামিট ২০২৫' এর আয়োজন করতে চলেছে।
দক্ষিণ ভারতের রাজ্যগুলোর বিভিন্ন ক্ষেত্রে সাফল্যকে তুলে ধরার জন্য ও সেখানকার বিশেষ ব্যক্তিত্বদের সম্মান জানানোর জন্য ABP নেটওয়ার্ক একটি দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে। আগামী মঙ্গলবার ২৫ নভেম্বর, ২০২৫ অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি সারা দিন ধরে চলবে। এই অনুষ্ঠানের মাধ্যমে, এবিপি নেটওয়ার্ক রাজনীতি, খেলাধুলা, বিজ্ঞান, সিনেমা, শিল্প, ব্যবসা এবং আরও অনেক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের একত্রিত করবে, যাঁরা বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ভাগ করে নেবেন।
এবিপি নেটওয়ার্কের "দ্য সাদার্ন রাইজিং সামিট ২০২৫" কয়েকটি অধিবেশনে বিভক্ত হবে, যেখানে বক্তারা তাঁদের মতামত ভাগ করে নেবেন। তামিলনাড়ুর উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন এই সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি 'একটি মডেল রাজ্য থেকে সমতার সাথে প্রবৃদ্ধি' বিষয়ে তাঁর মতামত ভাগ করে নেবেন। উদয়নিধি স্টালিনের পরে, তামিলনাড়ুর স্কুল শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পোয়ামোঝি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাঁর মতামত ভাগ করে নেবেন।
শীর্ষ সম্মেলনে তেলেঙ্গানার প্রাক্তন আইনসভার কাউন্সিলর এমএলসি কে. কবিতা পারিবারিক রাজনীতি সম্পর্কে তাঁর মতামত ভাগ করে নেবেন, অন্যদিকে ডিএমকে-র জাতীয় মুখপাত্র সালেম ধরণীধরন, এআইএডিএমকে-র জাতীয় মুখপাত্র কোভাই সাথিয়ান, তামিলনাড়ু বিজেপির মুখপাত্র ড.এস জি সূর্য এবং তামিলনাড়ু কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বেনেট অ্যান্টনি রাজ দেশের বেশ কয়েকটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ SIR প্রক্রিয়া সম্পর্কে তাঁদের মতামত ভাগ করে নেবেন।
কোন কোন সেলিব্রিটিরা এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন?
এবিপি নেটওয়ার্কের 'দ্য সাদার্ন রাইজিং সামিট ২০২৫' অনুষ্ঠানে অভিনেত্রী মালবিকা মোহনন, বিখ্যাত সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, আইআইটি মাদ্রাজের পরিচালক অধ্যাপক ভি. কামাকোটি, প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড.অম্ভুমণি রামদোস, তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি কে. আন্নামালাই, বিআরএস বিধায়ক কেটি রামা রাও প্রমুখ উপস্থিত থাকবেন।
এই সম্মেলনটি চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলায় অনুষ্ঠিত হবে এবং www.abplive.com, news.abplive.com, abpnadu.com এবং abpdesam.com-এ সরাসরি সম্প্রচারিত হবে। এটি এবিপি নিউজের ইউটিউব চ্যানেলেও সরাসরি দেখা যাবে।






















