BREAKING| Corona Vaccine : ‘কাউকে টিকা দিতে বাধ্য করা যাবে না’ , জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
BREAKING| Corona Vaccine Update : জন সমাগমের জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। বর্তমান পরিস্থিতিতে সেই বিধিনিষেধ প্রত্যাহার করতে বলেছে সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লি : কাউকে করোনার ভ্যাকসিন (Corona Vaccine ) নিতে জোর করা যাবে না। এক নির্দেশে জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, করোনার ভ্যাকসিন নিলে কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে বা শরীরের ওপর এর কী প্রভাব পড়তে পারে, সে বিষয়ে তথ্য প্রকাশ করতে হবে।
যাঁরা ভ্যাকসিন নেননি, তাঁদের ক্ষেত্রে জন সমাগমের জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। বর্তমান পরিস্থিতিতে সেই বিধিনিষেধ প্রত্যাহার করতে বলেছে সুপ্রিম কোর্ট। তবে এখন কেন্দ্রের যে ভ্যাকসিন নীতি রয়েছে তা অযৌক্তিক নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। করোনা মোকাবিলায় বৃহত্তর স্বার্থে সরকার চাইলে শর্ত বা বিধিনিষেধ আরোপ করতে পারে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে।
আবার ভয় ধরাচ্ছে করোনা। দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী সংক্রমণ, মৃত্যু! এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ৫ থেকে ১২ বছর বয়সীদের জন্য ভ্যাকসিনেশনে অনুমোদন দিয়েছে DCGI। সূত্রের খবর, জরুরি ভিত্তিতে ৫ থেকে ১২ বছর বয়সীদের করবেভ্যাক্স ভ্যাকসিন দেওয়া যাবে। ৬ থেকে ১২ বছর বয়সীদের ক্ষেত্রে এবার থেকে ব্যবহার করা যাবে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও। অন্যদিকে, ১২ বছরের ঊর্ধ্বদের এবার থেকে জাইডাস ক্যাডিলার জাইকোভ ডি ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। মার্চ মাস থেকে ১২ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে। এপ্রিল মাস থেকে বুস্টার ডোজ পাচ্ছেন ১৮-ঊর্ধ্বরাও।
#𝐂𝐎𝐕𝐈𝐃𝟏𝟗 𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄#AmritMahotsav
— Ministry of Health (@MoHFW_INDIA) May 2, 2022
➡️ More than 193.30 Cr vaccine doses provided to States/UTs.
➡️ More than 19.12 Cr doses still available with States/UTs to be administered.https://t.co/0L2clXrY1F pic.twitter.com/J6Y3OT2hZu
সোমবারের করোনার বুলেটিন দেশে করোনায় কমল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৭ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৩২৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪০। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৮৬৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৮২ হাজার ৩৪৫।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )