Lakhimpur Farmers Death: লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, শুনানি আজ
কৃষক হত্যাকাণ্ডের পরে ৩ দিন কেটে গেলেও কোনও মন্তব্য করেননি নরেন্দ্র মোদি ও অমিত শাহ...
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যাকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি।
এদিকে, কৃষক হত্যাকাণ্ডের পরে ৩ দিন কেটে গেলেও কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। তা নিয়ে সরব হয়েছে বিজেপি বিরোধী বিভিন্ন দল।
লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডে এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযুক্ত হেভিওয়েট বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে হওয়াতেই কি তাঁকে ছুঁতে ভয় পাচ্ছে যোগী আদিত্যনাথের সরকার? এই প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, তাঁর ছেলে সেই সময় ঘটনাস্থলেই ছিলেন না।
এরইমধ্যে লখিমপুরে কৃষক-হত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চে এনিয়ে শুনানি হতে পারে।
বৃহস্পতিবার লখিমপুরে যাচ্ছেন অখিলেশ যাদব। একইদিনে পাঞ্জাব থেকে লখিমপুরের উদ্দেশে মিছিল শুরু করবে কংগ্রেস। বুধবার লখিমপুর যাওয়ার চেষ্টা করেন কংগ্রেস নেতা সচিন পায়লটও। কিন্তু, তাঁকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
গতকাল রামায়ণ ধারাবাহিকে রাবণের ভূমিকায় অভিনয়কারী অরবিন্দ ত্রিবেদীর মৃত্যু নিয়ে ট্যুইট করেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। অন্য একটি ধারাবাহিকের অভিনেতার মৃত্যুতেও ট্যুইট করেন প্রধানমন্ত্রী। কিন্তু, কৃষক-হত্যা নিয়ে তিনদিন পরও মুখ খোলেননি তাঁরা।
এদিকে, বৃহস্পতিবার লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ইস্তফা দাবি করলেন প্রিয়ঙ্কা গাঁধী। অজয় মিশ্র ইস্তফা না দিলে ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে না বলে দাবি করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।
একইসঙ্গে প্রশ্ন তুলেছেন, এফআইআর ছাড়াই তাঁদের গ্রেফতার করা হলে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা যাবে না?
প্রিয়ঙ্কা জানিয়েছেন, লখিমপুরকাণ্ডে নিহতদের পরিবার ক্ষতিপূরণ নয়, ন্যায়বিচার চায়। এদিকে, গতকাল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর আজ রাহুল গাঁধী দিল্লি ফিরলেও, বাহরাইচ যাওয়ার কথা প্রিয়ঙ্কার।
পাশাপাশি, আজই নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে লখিমপুর খেরিতে যাচ্ছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
আরও পড়ুন: পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিমানবন্দরে ধর্না, অবশেষে লখিমপুরের পথে রাহুল