(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari : নন্দীগ্রাম মামলা অন্য রাজ্যে সরাতে গিয়ে সুপ্রিম কোর্টে সজোরে ধাক্কা শুভেন্দুর
Nandigram Case : মামলা অন্য রাজ্যে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানান শুভেন্দু অধিকারী।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : নন্দীগ্রাম মামলা অন্য রাজ্যে সরাতে গিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )।
নন্দীগ্রাম ( Nandigram ) বিধানসভা নির্বাচনে ( West Bengal Assembly Election 2021 ) পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । সেই মামলা ভিন রাজ্যে সরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মামলা ফের হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলে, এই মামলার বিচারের জন্য কলকাতা হাইকোর্ট উপযুক্ত। বরং মামলা সরালে মানুষ হাইকোর্টের উপর আস্থা হারাবে।
ঘটনার প্রেক্ষাপট
বিধানসভা ভোটের ফল ঘোষণার পর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে গণনায় কারচুপির অভিযোগ তুলে, হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলাটি ওঠে। কিন্তু, বিচারপতি প্রভাবিত হতে পারেন- এই আশঙ্কায়, অন্য এজলাসে মামলাটি পাঠানোর আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, বিচারপতি চন্দের সঙ্গে বিজেপির যোগাযোগ ছিল। তিনি একসময় বিজেপির হয়ে একাধিক মামলা লড়েছেন। তারপর মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ।
মামলাটি ওঠে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। তখন এই মামলা অন্য রাজ্যে স্থানান্তরের জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানান শুভেন্দু অধিকারী। চাপ তৈরি করে বিচারব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে বিজেপি বিধায়ক হলফনামায় উল্লেখ করেন।
সেই মামলার শুনানিতেই শুক্রবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় এই মামলার বিচারের জন্য কলকাতা হাইকোর্ট উপযুক্ত। মামলা অন্য কোথাও সরানোর প্রয়োজন নেই !
নজরে নন্দীগ্রামের লড়াই
২০২১ এর বিধানসভা ভোটে প্রতি মহূর্তে নন্দীগ্রামে সুপার শো-ডাউনের সাক্ষী থাকছে রাজ্যবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী বনাম মীনাক্ষী মুখোপাধ্যায় - বঙ্গ রাজনীতির বুকে এ এক নজিরবিহীন যুদ্ধ। অনেকে বলছেন, এমন ভোটের লড়াই কখনও দেখেনি কেউ! একদিকে মাটি আঁকড়ে পড়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়., হুইল চেয়ারে বসেই ঝড় তুলছেন তিনি। আবার শুভেন্দু অধিকারীকে জেতাতে নন্দীগ্রামে যান খোদ অমিত শাহ। বহরে প্রতিদ্বন্দ্বিদের চেয়ে পিছিয়ে থাকলেও, সিপিএমের লড়াকু মেয়ে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ঝাঁঝও ছিল চোখে পড়ার মতো। শেষমেষ ইভিএমের হিসেবে এগিয়ে যান শুভেন্দু। তারপরই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে গণনায় কারচুপির অভিযোগ তুলে, হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়।