(Source: ECI/ABP News/ABP Majha)
Agartala Violence:সায়নীকে জিজ্ঞাসাবাদের সময় ‘তাণ্ডব’, ‘থানায় ডেকে মারার চেষ্টা’, অভিযোগ তৃণমূলের
Tripura News: ইটবৃষ্টির পাশাপাশি, ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। তার আগে হাতে লাঠি নিয়ে থানার বাইরে জড়ো হয় কয়েকজন হেলমেটধারী। পুলিশ তাদের ধাওয়া করে। লাঠি চার্জও করে।
আগরতলা: পুরভোটের আগে ফের উত্তপ্ত ত্রিপুরা (Tripura)। তৃণমূল নেত্রী (TMC) সায়নী ঘোষকে (Saayoni Ghosh) জিজ্ঞাসাবাদের সময় আগরতলা (Agartala) পূর্ব মহিলা থানায় তাণ্ডব। হেলমেট পরে লাঠি নিয়ে তৃণমূল নেতা-নেত্রীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ইটবৃষ্টির পাশাপাশি, ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। তার আগে হাতে লাঠি নিয়ে থানার বাইরে জড়ো হয় কয়েকজন হেলমেটধারী। পুলিশ তাদের ধাওয়া করে। লাঠি চার্জও করে। তৃণমূলের অভিযোগ, চক্রান্ত করে থানায় ডেকে এনে মারার চেষ্টা করছে ত্রিপুরা পুলিশ। এই ঘটনার সময় তৃণমূলের এক নেতাকে বলতে শোনা যায়, ‘দেখুন কী অবস্থা, অবিলম্বে ওদের গ্রেফতার করুন’।
এর আগে সকালে আগরতলায় পোলো টাওয়ার হোটেলে হানা দেয় পুলিশ। তৃণমূলের দাবি, মহিলা পুলিশ এসে সায়নী ঘোষকে নিয়ে যেতে চায়। বাধা দেন কুণাল ঘোষ। সায়নীকে থানায় নিয়ে যাওয়ার নোটিস কোথায়? জানতে চান কুণাল। এই নিয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় তৃণমূল নেতার। সায়নীর বিরুদ্ধে অভিযোগ ছিল, গতকাল তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা চলাকালীন গাড়ির মধ্যে বসে বিজেপি সমর্থকদের উত্যক্ত করেন। এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন সায়নী ঘোষ।
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না নির্লজ্জ বিপ্লব দেব সরকার। অন্যদিকে, বিজেপির অভিযোগ, সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।
;