Mamata Banerjee: 'দুলাল সরকার খুনের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে', মালদায় গিয়ে বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'দুলাল সরকার খুনের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে' । 'যে যত বড়ই হোক না কেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে' । 'এই খুনের ঘটনা নিয়ে কতগুলো কথা আমার কানে এসেছে, সেগুলো তদন্ত-সাপেক্ষ ব্যাপার' । 'আমার যা বলার ডিজি-কে বলেছি, এসপি কেও বলেছি' । 'বাবলার অসম্পূর্ণ কাজ তার স্ত্রী চৈতালি করবে' । 'মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না' । 'এখানে এমএলএ, এমপি আমরা পাই না' । 'কিন্তু পুরসভা ভোটে আমরা জিতে যাই' । 'এর মধ্যে কী রহস্য আছে, অনেকরকম খেলা চলে' । 'কিন্তু এই খেলা চললে সেটা মানুষের জন্য খারাপ হবে' । 'আমায় এটার রহস্যভেদ করতে হবে' । মালদায় নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করার পর বললেন মুখ্যমন্ত্রী



















