(Source: Poll of Polls)
Abhishek Banerjee: অভিষেকের সফরের আগের দিন RT-PCR টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা ত্রিপুরা প্রশাসনের
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাতেই RT-PCR নিয়ে এই নতুন নির্দেশিকা বলে মনে করছে রাজনৈতিক মহল...
প্রসেনজিৎ সাহা, আগরতলা: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগের দিন RT-PCR টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা জারি করল বিপ্লব দেবের সরকার। নির্দেশিকায় উল্লেখ, ভিনরাজ্য থেকে ত্রিপুরায় আসার ৪৮ ঘণ্টা আগে RT-PCR টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক।
ওই রিপোর্ট না থাকলে, ত্রিপুরা সরকার ওই যাত্রীর RT-PCR টেস্ট করাবে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত রাজ্যে ঢুকতে পারবেন না সংশ্লিষ্ট যাত্রী। ত্রিপুরা সরকারের নতুন নির্দেশিকায় কেরল, হিমাচল, সিকিম, মণিপুর ছাড়া নাম রয়েছে পশ্চিমবঙ্গের। শুধু বিমানবন্দর নয়, সড়কপথে রাজ্যের প্রবেশদ্বার চূড়াইবাড়ি ও প্রতিটি রেল স্টেশনে করা হবে করোনা পরীক্ষা।
আগামীকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর শুরু হচ্ছে। তাঁকে আটকাতেই RT-PCR নিয়ে এই নতুন নির্দেশিকা বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, গত ২৭ তারিখ ত্রিপুরা বিজেপিকে ধাক্কা দেয় তৃণমূল। তৃণমূলে যোগ দেন বিক্ষুব্ধ বিজেপি নেতা পরীক্ষিত দেববর্মা। এক সময় তিনি, ত্রিপুরা বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। বুধবার, কুণাল ঘোষ ও সুস্মিতা দেবের উপস্থিতিতে তৃণমূল যোগ দেন তিনি।
তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসার পর, ২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরার দিকে নজর তৃণমূলের। তার আগে, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট।
আরও পড়ুন: ত্রিপুরায় দলের ওপর হামলার অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে তৃণমূল, ৩১-এ সভা অভিষেকের
আগরতলা পুরনিগমের পাশাপাশি, ১৩টি পুর পরিষদ ও ৬টি নগর পঞ্চায়েতে ভোট হবে। ভোটগ্রহণ হবে ১৮টি মহকুমার মোট ৩৩৪টি ওয়ার্ডে। সেখানে, সব আসনে লড়ার কথা জানিয়েছে তৃণমূল।
পুরভোট উপলক্ষে গত ২২ তারিখ গাড়ি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন সুস্মিতা দেব-সহ তৃণমূলের অন্যান্য নেতা-নেত্রীরা। অভিযোগ, পশ্চিম ত্রিপুরার আমতালি বাজারে সেই গাড়ি পৌঁছতেই হামলা চালায় বিজেপি। ভেঙে চুরমার করে দেওয়া হয় গাড়ি।
আক্রান্ত হন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। গুরুতর আহত যুব তৃণমূল নেতা মামুন খান। যা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর।
এই অবস্থায়, বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও, বুধবার পুরনিগমের ৫১টি আসনের মধ্যে ৩৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এদিনই, তাঁরা মনোনয়ন পত্রও জমা দিয়েছেন।