Mirage 2000: উত্তরপ্রদেশে ট্রাক থেকে চুরি যুদ্ধবিমান মিরাজের চাকা, চোরের খোঁজে পুলিশ
গত ২৭ নভেম্বর গভীর রাতে লখনউয়ের শহিদ পথে এই চুরির ঘটনা ঘটে। ট্রাকের চালক হেম সিংহ রাওয়াত জানিয়েছেন, বক্সি-কা-তালাব ঘাঁটি থেকে সামরিক জিনিসপত্র নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। শহিদ পথে যানজট ছিল।
![Mirage 2000: উত্তরপ্রদেশে ট্রাক থেকে চুরি যুদ্ধবিমান মিরাজের চাকা, চোরের খোঁজে পুলিশ Tyre of Mirage fighter plane stolen from truck near Lucknow airbase, FIR filed Mirage 2000: উত্তরপ্রদেশে ট্রাক থেকে চুরি যুদ্ধবিমান মিরাজের চাকা, চোরের খোঁজে পুলিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/5199ac5724283ba9ee5f3e136cd0c8e7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: উত্তরপ্রদেশে ট্রাক থেকে চুরি হয়ে গেল যুদ্ধবিমানের চাকা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে। চোরেদের খোঁজে জোর তল্লাসি শুরু করেছে পুলিশ। সামরিক কিছু সরঞ্জাম নিয়ে লখনউয়ের বক্সি-কা-তালাব বায়ুসেনা ঘাঁটি থেকে জোধপুর বায়ুসেনা ঘাঁটিতে রওনা দিয়েছিল একটি ট্রাক। সেই ট্রাকেই ছিল মিরাজ যুদ্ধ বিমানের কয়েকটি চাকা। চোরেরা যুদ্ধবিমানের একটি চাকা নিয়েই চম্পট দিয়েছে।
গত ২৭ নভেম্বর গভীর রাতে লখনউয়ের শহিদ পথে এই চুরির ঘটনা ঘটে। ট্রাকের চালক হেম সিংহ রাওয়াত জানিয়েছেন, বক্সি-কা-তালাব ঘাঁটি থেকে সামরিক জিনিসপত্র নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। শহিদ পথে যানজট ছিল। এজন্য গাড়ির গতি কমাতে হয়। এরই সুযোগ নেয় চোরেরা। তারা একটি স্করপিও চড়ে আসছিল। ট্রাকের গতি কম থাকার সুযোগ নিয়ে তারা বেঁধে রাখার দড়ি ছিঁড়ে টায়ার চুরি করে। চুরির ঘটনা ট্রাক চালক জানতে পারার আগেই চম্পট দেয় চোরেরা। ট্রাক চালক সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
ট্রাক চালক জানিয়েছেন, শহিদ পথে যানজটের কারণে ট্রাকের গতি কম থাকার সুযোগ নিয়ে রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে চোরেরা ওই টায়ার চুরি করে পালায়। একটি গাড়িতে ছিল চোরেরা। পরিস্থিতির সুযোগ নিয়ে তারা ট্রাক থেকে যুদ্ধবিমানের চাকা চুরি করে পালায় তারা।
ডিসিপি ইস্ট অমিত কুমার জানিয়েছেন, গত ২৭ নভেম্বর এই ঘটনা ঘটেছে। গত ১ ডিসেম্বর এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে, দুষ্কৃতীরা খুব তাড়াতাড়িই ধরা পড়বে। তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অমিত কুমার বলেছেন, বক্সি-কা-তালাব বায়ুসেনা ঘাঁটি থেকে আজমেঢ়ে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ডিসিপি ইস্ট জানিয়েছেন, মিরাজ ২০০০ যুদ্ধবিমানের পাঁচটি চাকা লখনউ বিমান ঘাঁটি থেকে আজমেঢ়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এরমধ্যে একটি খোওয়া গিয়েছে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)