Teesta Setalvad: 'মানবাধিকার রক্ষা কখনও অপরাধ হতে পারে না', তিস্তার মুক্তির দাবি রাষ্ট্রপুঞ্জের আধিকারিকের
Gujarat Riots Case: নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন গুজরাত দাঙ্গায় নিহত প্রাক্তন কংগ্রেস নেতা এহসান জাফরির স্ত্রী। সেই মামলায় সহ মামলাকারী ছিলেন তিস্তা।
নয়াদিল্লি: সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা সম্প্রচারিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বইয়ে হাজির গুজরাত পুলিশের সন্ত্রাস দমন শাখা (Gujarat Police ATS)। শনিবার সমাজকর্মী তিস্তা শেতলওয়াড়ের (Teesta Setalvad) গ্রেফতারিতে তাই বিতর্ক শুরু হয়েছে। ২০০২ সালে গুজরাত দাঙ্গায় (Gujarat Riots) ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহযোগিতায় কাজ করা তিস্তার বিরুদ্ধে এমন পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই আবহেই তিস্তার গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের (United Nations) আধিকারিক মেরি ল'লর। মানবাধিকার রক্ষার অধিকার কখনও অপরাধ হতে পারে না বলে তিস্তার হয়ে সওয়াল করতে দেখা গিয়েছে তাঁকে। একই সঙ্গে তিস্তাকে "ঘৃণা এবং বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠ" বলেও উল্লেখ করেছেন তিনি।
গুজরাত দাঙ্গা মামলাকে প্রভাবিত করার অভিযোগে গ্রেফতার তিস্তাকে
গুজরাত দাঙ্গায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দেওয়ার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন গুজরাত দাঙ্গায় নিহত প্রাক্তন কংগ্রেস নেতা এহসান জাফরির স্ত্রী। সেই মামলায় সহ মামলাকারী ছিলেন তিস্তা। কিন্তু শুক্রবার সেই মামলাটি খারিজ করে দেয় শীর্ষ আদালত। ইচ্ছাকৃত ভাবে বিষয়টিকে জিইয়ে রাখা হচ্ছে বলে মন্তব্য করে আদালত। এর পর শনিবার সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিস্তার বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মোদির বিরুদ্ধে তিস্তা ভিত্তিহীন তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এর পরই দুপুর ৩টে নাগাদ মুম্বইয়ের জুহুতে তিস্তার বাড়িতে হানা দেয় গুজরাত পুলিশের সন্ত্রাসদমন শাখার আধিকারিকরা। তিস্তাকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়। এর পর রবিবার তিস্তাকে নিয়ে আমদাবাদে পৌঁছয় গুজরাত এটিএস। ষড়যন্ত্র করে, ভুয়ো নথি এবং তথ্য দিয়ে গুজরাত হিংসা মামলাকে প্রভাবিত করার অভিযোগে আদালতে পেশ করা হয় তাঁকে।
আরও পড়ুন: Maharashtra Political Crisis: বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের Y Plus নিরাপত্তা, কাশ্মীরি পণ্ডিতদের নয় কেন! প্রশ্ন উদ্ধব-পুত্রের
Deeply concerned by reports of #WHRD Teesta Setalvad being detained by Anti Terrorism Sqaud of Gujarat police. Teesta is a strong voice against hatred and discrimination. Defending human rights is not a crime. I call for her release and an end to persecution by #Indian state.
— Mary Lawlor UN Special Rapporteur HRDs (@MaryLawlorhrds) June 25, 2022
সেই আবহেই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের বিশেষ প্রতিনিধি মেরি তিস্তার গ্রেফতারিতে উদ্বেগ প্রকাশ করেন। ট্যুইটারে তিনি লেখেন, 'গুজরাত পুলিশের সন্ত্রাসদমন বাহিনীর হাতে তিস্তা শেতলওয়াড়ের গ্রেফতারিতে অত্যন্ত উদ্বিগ্ন বোধ করছি। ঘৃণা এবং বৈষম্যের বিরুদ্ধে জোরাল কণ্ঠ তিস্তা। মানবাধিকার রক্ষার অধিকার অপরাধ নয়। ওঁর মুক্তির দাবি জানাচ্ছি। ভারত সরকারকে ওঁর উপর নিপীড়ন চালাতে দেওয়া যাবে না।'
Indian American Muslim Council (IAMC) strongly condemns the arrest of Human Rights activist Teesta Setalvad and former IPS officer RB Sreekumar by the Gujarat police for their activism seeking justice for the victims of 2002 Gujarat pogrom.
— Indian American Muslim Council (@IAMCouncil) June 25, 2022
Photo: @PTI_News pic.twitter.com/WgOcLOxfIx
তিস্তার মুক্তির দাবি উঠছে আন্তর্জাতিক মহলে
শুধু মেরি নন, ইন্ডিয়ান-আমেরিকান মুসলিম কাউন্সিলও তিস্তা এবং গুজরাত পুলিশের প্রাক্তন ডিজি শ্রীকুমারের গ্রেফতারির তীব্র সমালোচনা করেছে। আইপিএস অফিসার সঞ্জীব কুমার, যিনি এই মুহূর্তে যাবজ্জীবন সাজা কাটছেন, তাঁর প্রতি সরকারের আচরণেরও সমালোচনা করেছে তারা।