Narayan Rane Arrested: উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
নারায়ণ রানের মন্তব্য নিয়ে ধুন্ধুমার। মুম্বইয়ে রাণের বাড়ির সামনে মারমুখী বিজেপি ও শিবসেনা সমর্থকরা।
মুম্বই : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। ।
সোমবার রায়গড়ে উদ্ধব সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন রানে। জন আশীর্বাদ যাত্রা চলাকালীন তিনি বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ অগাস্ট ভাষণ দেওয়ার সময় তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, এবার স্বাধীনতার কত বছর। আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’ এই মন্তব্যের জন্যই রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের পুণের চতুরশ্রীঙ্গি থানায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগ করে যুব সেনা। এই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকেও সাইবার ক্রাইম বিভাগে শিবসেনার অভিযোগের ভিত্তিতে রানের বিরুদ্ধে এফআইআর করা হয়। রানেকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ কমিশনার দীপক পাণ্ডে। কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করার জন্য ডিসিপি সঞ্জয় বারকুণ্ডের নেতৃত্বে একটি দল গঠন করা হয়। রানেকে গ্রেফতার করতে রওনা দেয় মহারাষ্ট্র পুলিশের একটি দল।
এই ঘটনা ঘিরে উত্তাল মুম্বই। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরেও শুরু হয় হাঙ্গামা। মুম্বইয়ে তাঁর বাড়ির সামনে মারমুখী হয়ে ওঠে বিজেপি ও শিবসেনা সমর্থকরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ নিয়ে উত্তাল হয়ে ওঠে শিবসেবা সমর্থকরা। রানের দাবি, দেশের স্বাধীনতা কবে, তা জানেন না উদ্ধব। নারায়ণ রাণের আগাম জামিনের আর্জি খারিজ করে আদালত।
কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে নীতেশ রানে ট্যুইট করে দাবি করেছেন, জুহুতে তাঁর বাড়ির বাইরে জড়ো হওয়ার পরিকল্পনা করছেন যুব সেনার সদস্যরা। তাঁদের বিরুদ্ধে মুম্বই পুলিশকে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি করেছেন নীতেশ। রানের তীব্র সমালোচনা করেছে শিবসেনা। মুম্বই সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার দেওয়া হয়েছে। পাঁচ দশক আগে চেম্বুরে একটি মুরগির দোকান ছিল রানের। সে কথা উল্লেখ করে তাঁকে ‘মুরগি চোর’ বলে কটাক্ষ করেছে শিবসেনা। রানে মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে দাবি করেছেন শিবসেনা সাংসদ বিনায়ক রাউত।