UP Election 2022: অখিলেশকে নিশানা করতে চোখ থেকে চশমা খুললেন অমিত শাহ, বললেন কী?
UP Election 2022: সব দলগুলিই সর্বশক্তি দিয়ে প্রচার অভিযান চালাচ্ছে। এরইমধ্যে রাজনৈতিক চাপানউতোরও ক্রমশ তীক্ষ্ণ হয়ে উঠেছে।নেতারা একে অপরকে জোরাল ভাষায় আক্রমণ করছেন।
সীতাপুর (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের প্রচার চলছে জোরকদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ সোমবার উত্তরপ্রদেশের সীতাপুরে দলের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ করেছেন। অখিলেশকে আক্রমণ করতে গিয়ে চোখ থেকে চশমা খুললেন অমিত শাহ। উত্তরপ্রদেশে চলতি বিধানসভা নির্বাচনে তিনটি পর্বের ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চতুর্থ দফার ভোটের জন্য প্রচার তুঙ্গে উঠেছে। সব দলগুলিই সর্বশক্তি দিয়ে প্রচার অভিযান চালাচ্ছে। এরইমধ্যে রাজনৈতিক চাপানউতোরও ক্রমশ তীক্ষ্ণ হয়ে উঠেছে। নেতারা একে অপরকে জোরাল ভাষায় আক্রমণ করছেন।
সীতাপুরে অমিত শাহ চশমা খুলে বললেন, আমি চশমা পরি এবং এর মাধ্যমে আপনাদের সাফ দেখতে পাই। অখিলেশবাবুও একটি চশমা পরেন। কিন্তু তাঁর এক গ্লাসে একটি জাতই দেখা যায়। অন্য গ্লাসে একটি ধর্মই চোখে পড়ে। এর বাইরে তিনি আর কিছু দেখতে পাননি। নরেন্দ্র মোদির 'সবকা সাথ, সবকা বিকাশে'র রাজনীতিই উত্তরপ্রদেশের কল্যাণ করতে পারে।
উত্তরপ্রদেশে তিন দফায় ১৭২ আসনে ভোটে হয়ে গিয়েছে। এখনও চার দফার ভোট বাকি রয়েছে। প্রতিদ্বন্দ্বী দলগুলির প্রত্যেকেরই দাবি, তারাই ক্ষমতায় আসছে। তিন দফার ভোট গ্রহণের পর সপা দাবি করেছে, উত্তরপ্রদেশে তাদের সরকার গঠন নিশ্চিত হয়েছে। বিজেপিও তিন দফার ভোটের পর দাবি করেছে, তারা ক্ষমতায় ফেরার ব্যাপারে বিরোধীদের অনেকটা পিছনে ফেলে এগিয়ে গিয়েছে। যদিও ভোটের ফল ঘোষণা হবে ১০ মার্চ। সেদিনই স্পষ্ট হবে, উত্তরপ্রদেশে এবার কে সরকার গঠন করবে।
দেশের অন্যতম বড় এই রাজ্যে বিধানসভায় মোট আসন ৪০৩টি। এর আগে ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি (BJP) ৩১২টি আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিল। সেবার জোট বেঁধে ভোটে যায় সমাজবাদী পার্টি ও কংগ্রেস। সমাজবাদী পার্টি ২৯৮টি আসনে এবং কংগ্রেস বাকি ১০৫টি আসনে প্রার্থী দেয়। তার মধ্যে এসপি কোনওক্রমে ৪৭টি আসন পায়। কংগ্রেসের ঝুলিতে আসে মাত্র সাতটি আসন। বহুজন সমাজবাদী পার্টিও বিশেষ সুবিধা করতে পারেনি। পায় ১৯টি আসন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। এরপর গত ৫ বছরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। ফের একবার জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যে ভোট হতে হচ্ছে।