UP Election 2022: অখিলেশের সঙ্গে সাক্ষাৎ বিজেপি সাংসদ রীতা বহুগুণা জোশীর ছেলের, জল্পনা তুঙ্গে
Mayank Joshi Meets Akhilesh:লখনউয়ে আজ চলছে ভোটগ্রহণ। তার আগে অখিলেশের সঙ্গে ময়াঙ্কের এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপূর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
লখনউ: উত্তরপ্রদেশে ভোট চলাকালেই সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের সঙ্গে দেখা গেল বিজেপি নেত্রী রীতা বহুগুণা জোশির ছেলে ময়াঙ্ককে। উল্লেখ্য, এর আগেই ময়াঙ্ক জোশীর সমাজবাদী পার্টি শিবিরে যোগদান নিয়ে জোর জল্পনা চলেছিল। এবার রাজ্যে চতুর্থ দফার ভোটের আগে অখিলেশ নিজেই ময়াঙ্কের সঙ্গে তাঁর ছবি ট্যুইটারে পোস্ট করেছেন।
লখনউয়ে আজ চলছে ভোটগ্রহণ। তার আগে অখিলেশের সঙ্গে ময়াঙ্কের এই সাক্ষাৎ রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপূর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার ময়াঙ্কের সমাজবাদী পার্টিতে সামিল হওয়ার জল্পনা আরও জোরাল হয়েছে। উল্লেখ্য, লখনউ ক্যান্ট আসন থেকে ময়াঙ্ক জোশী বিজেপির টিকিটে ভোটে লড়াই করতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে টিকিট দেয়নি বিজেপি। এরপর থেকেই তিনি দলের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন বলে খবর। এরইমধ্যে তিনি অখিলেশের সঙ্গে দেখা করলেন। সেই ছবি ট্যুইট করে অখিলেশ লিখেছেন, শ্রী ময়াঙ্ক জোশীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
ছেলে ময়াঙ্ককে দলের টিকিট দিতে রীতা বহুগুণা জোশী জোর তৎপরতা চালিয়েছিলেন। কিন্তু বিজেপি ময়াঙ্ককে টিকিট দেয়নি। রীতা এমনও বলেছিলেন যে, ছেলেকে টিকিট দেওয়া হলে তিনি সাংসদ পদ ছাড়তেও রাজি। কিন্তু এরপরও ছেলে টিকিট না পাওয়ার পর এলাহাবাদের বিজেপি সাংসদ রীতা বহুগুণা জোশী বলেছিলেন যে, তিনি দলের সিদ্ধান্ততে সম্মান করেন। উল্লেখ্য, রীতা ২০১২-তে কংগ্রেসের টিকিটি লখনউ ক্যান্ট আসন থেকে জিতেছিলেন। ২০১৭-তে তিনি লখনউ ক্যান্ট আসন থেকে বিধানসভা ভোটে লড়াই করেন। ২০১৭-তে রীতা বহুগুণা জোশী মুলায়ম সিংহ যাদবের পরিবারের বধূ তথা সমাজবাদী পার্টি প্রার্থী অপর্ণা যাদবকে হারিয়েছিলেন। পরে তিনি এলাহাবাদ থেকে লোকসভা ভোটে জয়ী হন। লখনউ ক্যান্ট আসনের উপনির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুরেশ তিওয়ারি।
উল্লেখ্য, কোনও কোনও মহলে দাবি, এবার উত্তরপ্রদেশে ব্রাহ্মণ সম্প্রদায় বিজেপির ওপর অসন্তুষ্ট। এই ধারণা জোরাল করতে অখিলেশ ময়াঙ্কের সঙ্গে চতুর্থ দফার ভোটের আগে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন বলে মনে করা হচ্ছে।