Kapil Sibal: কংগ্রেস ছাড়লেন কপিল সিব্বল, যোগ সমাজবাদী পার্টিতে!
Rajya Sabha Election 2022: অখিলেশের হাত ধরে সমাজবাদী পার্টিতে কপিল সিব্বল।
![Kapil Sibal: কংগ্রেস ছাড়লেন কপিল সিব্বল, যোগ সমাজবাদী পার্টিতে! UP SP Likely to field Kapil Sibal as their Rajya Sabha Election Candidate Kapil Sibal: কংগ্রেস ছাড়লেন কপিল সিব্বল, যোগ সমাজবাদী পার্টিতে!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/25/8c8cd4dcfb2b4de53989a0204bd1abbb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লখনউ: কংগ্রেসে বড়সড় ধাক্কা। এবার হাত শিবির ছেড়ে সমাজবাদী পার্টিতে গেলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল (Kapil Sibal)। লখনউয়ে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) হাত ধরে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন কপিল। যোগদানের দিনই সমাজবাদী পার্টির হয়ে মনোনয়ন জমা দিলেন কপিল সিব্বল। ১৬ মে কংগ্রেস সভানেত্রীকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন কপিল। মনমোহন-জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন কপিল সিব্বল। কংগ্রেসের জাতীয় স্তরের নেতা কপিল সিব্বল। তাঁর কংগ্রেসত্যাগ, হাত শিবিরের জন্য বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
উত্তরপ্রদেশে এখন ১১টি রাজ্যসভা (Rajya Sabha) আসন ফাঁকা পড়ে রয়েছে। শীঘ্রই সেই আসনে নির্বাচন হতে চলেছে। তার আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজনীতিতে বিপুল ধাক্কা। দীর্ঘদিনের রাজনৈতিক শিবির বদল করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল।
কেন যোগদান:
২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী জোট মজবুত করাই লক্ষ্য। সেই কারণেই সমাজবাদী পার্টিতে (Samajbadi Party) যোগ দিয়েছেন বলে জানিয়েছেন কপিল সিব্বল। তিনি বলেন, 'আমরা চাই ২০২৪ সালে এমন একটা পরিস্থিতি তৈরি হোক। যাতে মোদি সরকারের (Modi Government) ত্রুটি জনতার সামনে আনা যায়। সেই কারণেই এই সিদ্ধান্ত।' ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত একাধিক মন্ত্রক সামলেছেন কপিল।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, 'আজ কপিল সিব্বল সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভায় যাচ্ছেন। উনি বরিষ্ঠ রাজনৈতিক নেতা। বিখ্যাত আইনজীবী। দেশের এখন যা পরিস্থিতি, তা নিয়ে বক্তব্য তুলে ধরতে পারবেন কপিল সিব্বল।'
তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় বলেন, 'এই দলবদলের খবরে খুশি নই। দেশের সবচেয়ে বড় আইনজীবীদের (Lawyer) মধ্যে একজন উনি। কিন্তু উনি তৃণমূলস্তর থেকে রাজনীতি করে উঠে আসেননি। ওঁর রাজ্যসভায় মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল। উনি নিজের স্বার্থ দেখেছেন।'
আরও পড়ুন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার, কমল দৈনিক মৃত্যুর সংখ্যা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)