India Corona Update: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার, কমল দৈনিক মৃত্যুর সংখ্যা
India Corona Update: মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৯৭১। অ্যাক্টিভ কেসের হার ০.০৩ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ০.৪৬ শতাংশ। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৭৭ জন।
নয়াদিল্লি: দেশে করোনা-গ্রাফের (Corona) ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ফের ২ হাজারের ওপর। সেইসঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের।
দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৬৭৫। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৫০৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৪২ হাজার ১৯২। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৯৭১। অ্যাক্টিভ কেসের হার ০.০৩ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ০.৪৬ শতাংশ। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৭৭ জন।
#COVID19 | India reports 2,124 fresh cases, 1,977 recoveries, and 17 deaths in the last 24 hours.
— ANI (@ANI) May 25, 2022
Total active cases are 14,971. Daily positivity rate 0.46% pic.twitter.com/IRvqOnniBt
স্বাস্থ্য দফতরের বিশেষ সমীক্ষা: উপসর্গহীন করোনা (Corona) আক্রান্তদের খোঁজে রাজ্যে স্বাস্থ্য দফতরের বিশেষ সমীক্ষা। ২৮টি স্বাস্থ্য জেলার ২৮টি হাসপাতালে দুটি দফায় হল স্যাম্পল টেস্ট (Sample Test)। সূত্রের খবর, বেশ কিছু স্বাস্থ্য জেলায় পজিটিভিটি রেট (Positivity Rate) শূন্য। অদৃশ্য এক শত্রুর সঙ্গে চলছে মরণপণ লড়াই। রাজ্যে করোনা (Corona) বিধি শিথিল হয়েছে, কিন্তু পুরোপুরি কমেনি কোভিডের প্রকোপ। কিন্তু আমাদের মধ্যেই ঘুরে বড়াচ্ছে না তো কোনও উপসর্গহীন কোভিড আক্রান্ত? যার জেরে ছড়িয়ে পড়ছে সংক্রমণ? তা শনাক্ত করতেই একটি বিশেষ সমীক্ষা চালাল স্বাস্থ্য দফতর। করোনা ছাড়া অন্য কোনও অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন রোগীদের তৎক্ষণাত RTPCR টেস্ট করা হয়।