Vijay Mallya Case: খারিজ বিজয় মাল্যর 'দেউলিয়া' আবেদন, অর্থ পুনরুদ্ধারে একধাপ এগোল এসবিআই
ব্রিটেনের হাইকোর্ট খারিজ করেছে বিজয় মাল্যর আবেদন।
লন্ডন : বিজয় মাল্যর দাখিল করা 'দেউলিয়া' ঘোষণা করার আবেদন খারিজ। এদিন যে আবেদন খারিজ করে দিয়েছে ব্রিটেনের হাইকোর্ট। যার ফলে ঋণখেলাপির টাকা বিজয় মাল্যর থেকে পুনরুদ্ধারের পথে আরও একধাপ এগোল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদিও আপাতত 'গোপনীয়' আইনি বিষয়ের জেরে ব্রিটেনে জামিনেই থাকবেন বিজয় মাল্য।
কিংফিশার এয়ারলাইন্স-র জন্য বিশাল অঙ্কের ঋণ নিয়েও বিজয় মাল্য তা ফেরৎ দেননি বলেই অভিযোগ। যার জেরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বে ভারতীয় ব্যাঙ্কদের কনসর্টিয়াম ঋণখেলাপির মামলা আনে ভারতীয় এই ব্যবসায়ীর বিরুদ্ধে। যদিও তিনি এই মুহূর্তে দেউলিয়া তাই ঋণ মেটানোর মতো অবস্থায় নেই বলেই পাল্টা আবেদন করেছিলেন বিজয় মাল্য। সেই মামলার রায়েই কিংফিশার গ্রুপের প্রধানের আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট অফ লন্ডন।
চিফ ইনসলভেন্সিয়েস অ্যান্ড কোম্পানিস কোর্টের (আইসিসি) বিচারপতি মাইকেল ব্রিগস মঙ্গলবারের শুনানিতে তাঁর রায় দিয়েছেন ভারতীয় ব্যাঙ্কগুলির পক্ষেই। বিজয় মাল্যর আইনজীবী যে নিরাপত্তা চেয়েছিলেন তেমন কোনও পাবলিক পলিসি তাদের নেই বলেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে শুনানিতে।
২৬ জুলাই পরের শুনানির দিন ধার্য করা হয়েছে। ভারতীয় ব্যাঙ্কগুলির দায়ের করা ঋণখেলাপি মামলা নিয়ে যেদিন চূড়ান্ত কোনও রায় শোনাতে পারে ব্রিটেনের হাইকোর্ট। সেদিনের শুনানি হবে ভার্চুয়ালি।
বিজয় মাল্যের পক্ষে সওয়াল করছেন ব্যারিস্টার ফিলিপ মার্শাল। অপরদিকে ভারতীয় ব্যাঙ্কগুলি লড়ছে ল ফার্ম টিএলটি এলএলপি-র অধীনে। তাদের হয়ে সওয়াল করছেন ব্যারিস্টার মার্শিয়া শেকেরেডেমিয়ান। যিনি এদিন তাঁর সওয়াল পর্বের মাঝে জোর গলায় বলেন, এতদিনে বিজয় মাল্যকে ভারতের হাতে প্রর্ত্যপিত করে দেওয়া উচিত ছিল।
আবেদন ব্যর্থ হলেও বিজয় মাল্য অবশ্য ব্রিটেনে জামিনেই থাকছেন। কারণ দেউলিয়া আবেদনের এই মামলার সঙ্গে অবশ্য প্রর্ত্যপণের মামলার কোনও সংযোগ নেই। আর 'গোপনীয়' আইনি বিষয়ের জেরে এই মুহূর্তে ব্রিটেনেই থাকতে কোনও সমস্যা নেই বিজয় মাল্যর। তবে পরের শুনানিতে ঋণখেলাপি প্রসঙ্গে মামলা কোন দিকে মোড় নেয়, আপাতত সেটাই দেখার।