WhatsApp Video Message Scam: ফের সক্রিয় পাকিস্তানের চক্র ! হোয়াটসঅ্যাপ বার্তায় ২৫ লক্ষর 'টোপে' পা বাড়ালেই সর্বনাশ
WhatsApp Video Message Scam: টেক্সট বা ভিডিও যে ফর্ম্যাটেই আসুক না কেন- এটি যে ভুয়ো মেসেজ তা আগেই পরিষ্কার করে দিয়েছিল দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট
নয়া দিল্লি : ফের সেই ভুয়ো মেসেজ (Fake Message) ! একই রকম মেসেজ পাচ্ছেন নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা (Whatsapp Users)। যেখানে বলা হচ্ছে, কৌন বনেগা ক্রোড়পতির লাকি ড্রয়ে তাঁরা ২৫ লক্ষ টাকা জিতেছেন। হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কিছু গ্রাহকই এই মেসেজ পাচ্ছেন। যেখানে নির্ধারিত ক্যাশ প্রাইজ পেতে গেলে কয়েকটি ধাপ অনুসরণ করতে বলা হচ্ছে। আর তাতেই পাতা জালিয়াতির ফাঁদ। তবে, হোয়াটসঅ্যাপে এই ধরনের মেসেজ এই প্রথম নয়। টেক্সট বা ভিডিও যে ফর্ম্যাটেই আসুক না কেন- এটি যে ভুয়ো মেসেজ তা আগেই পরিষ্কার করে দিয়েছিল দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
কী রয়েছে এই হোয়াটসঅ্যাপ মেসেজে ?
এর আগে যেভাবে হোয়াটসঅ্যাপে টেক্সট মেসেজ আসত, সাম্প্রতিক এই ভিডিও বার্তায় বলা হচ্ছে, সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাবহারকারী ২৫ লক্ষ টাকা জিতেছেন। বিস্তারিত জানার জন্য ৬২৬১৩৪৩১৪৬- এই নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। তবে, এবারের নতুন সংযোজন, সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সাধারণভাবে মোবাইলে কল করতে পারবেন না। তাঁকে হোয়াটসঅ্যাপ কল করতে হবে। এরপর সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে রাণা প্রতাপ নামে এক "অফিসার" যোগাযোগ করবেন। এই "অফিসার" ব্যক্তিগত বিভিন্ন তথ্য নেবেন।
কী বলছে দিল্লি পুলিশ ?
এর আগে সংশ্লিষ্ট বিষয়ে সতর্ক করেছিল দিল্লি পুলিশ। সাইবার সেলের বক্তব্য ছিল, এইসব ক্ষেত্রে প্রতারকরা অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠায়। পাকিস্তানের একটি নম্বর (৯২৩২২১৬১৭০৬১) থেকে এই মেসেজ এসেছিল। একবার 'শিকার' টাকা জমা করলেই প্রতারকরা আরও টাকা দাবি করে। প্রতারকরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগে জোর দেয়। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করতে বলে। কিছুসময় পর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে বলা হয়, পুরস্কার মূল্য বেড়ে হয়েছে ৪৫ লক্ষ, তারপর ৭৫ লক্ষ টাকা।
শেষমেশ প্রতারিত যখন পুরস্কার মূল্য দেওয়ার জন্য জোর দিতে থাকে এবং আর টাকা না দেওয়ার কথা বলে, তখন প্রতারকরা কল করা বন্ধ করে দেয় এবং হোয়াটসঅ্যাপ নম্বরটিও বন্ধ করে দেয়।
এবিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে পুলিশ এও বলে, সাধারণত এই ধরনের মেসেজে ব্যাকরণগত ভুলে ভরা তথ্য থাকে।