Indian Air Force Day 2023: মহাসমারোহে পালিত বায়ুসেনা দিবস, প্রকাশ্যে IAF Crest
Air Force Day: কী রয়েছে এই Crest-এ? কোন প্রতীকে কী অর্থ?
কলকাতা: স্বাধীন ভারতের পথচলার শুরু থেকেই সঙ্গী ছিল এই বাহিনী। স্বাধীনতার পরে বেশ কয়েকটি যুদ্ধে ভারতীয় সার্বভৌমত্ব রক্ষায় অসম সাহসিকতার পরিচয় দিয়েছে এই বাহিনী। কয়েক দশকে বদল এসেছে চেহারায়, আধুনিকতায়। আজ, ৮ অক্টোবর, পালিত হচ্ছে ভারতীয় বায়ুসেনা দিবস (Indian Air Force Day)। এই বছর ৯১তম বার্ষিকী। এই বছরই নতুন প্রতীক সামনে এনেছে ভারতীয় বায়ু সেনা। উত্তর প্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) বার্ষিক অ্যানুয়াল ফোর্স প্যারেডে প্রকাশ্যে আসে নতুন এই প্রতীক।
বাহিনীর মূল ভাবনা ও কাজকে আরও ভাল করে বোঝানোর জন্য নতুন এই প্রতীক বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।
আগে বায়ুসেনার প্রতীকে IAF Crest ছিল না। এবার সেটি আনা হয়েছে। পতাকার ডানদিকে থাকছে ওই Crest, তার নীচে থাকছে বায়ুসেনার তেরঙ্গা Roundel. পতাকা বাঁ দিকে উপরে থাকছে ভারতীয় তেরঙ্গা।
এর আগে ব্রিটিশ ভারতের বায়ুসেনার নাম ছিল Royal Indian Air Force. স্বাধীনতার পরে ব্রিটিশ পতাকার জায়গায় ভারতের পতাকা এবং তেরঙ্গা Roundel করা হয়। এবার প্রতীকে আরও বদল এল।
কী রয়েছে IAF Crest-এ?
Crest-এ রয়েছে ভারতের জাতীয় প্রতীক অশোক চক্র, সঙ্গে নীচে দেবনাগরী হরফে লেখা রয়েছে 'সত্যমেব জয়তে'। তার নীচে রয়েছে উড়ন্ত হিমালয়ান ঈগল। তাকে ঘিরে রয়েছে একটি বৃত্ত, সেখানে দেবনাগরী হরফে লেখা ভারতীয় বায়ুসেনা। IAF-এর মোটো (Moto) ওই হিমালয়ান ঈগলের নীচে দেবনাগরী হরফে খোদাই করা হয়েছে। ভাগবত গীতার ১১ নম্বর পরিচ্ছদের ২৪ নম্বর শ্লোক থেকে নেওয়া হয়েছে। - মোটো হল 'touch the sky with the glory'
A momentous day in the annals of #IAFHistory.
— Indian Air Force (@IAF_MCC) October 8, 2023
On the sidelines of the Annual Air Force Day Parade conducted today morning, the CAS Air Chief Marshal VR Chaudhari unveiled the new #IAF ensign.
Read more at https://t.co/dUMkfkl0qV#AirForceDay2023#91stAnniversary… pic.twitter.com/UBVAJlBpgR
প্রতিবছরই এই দিনটি পাল করে ভারতীয় বায়ুসেনা (IAF)। বায়ুসেনার গৌরব, সাহসিকতার নমুনা, সামরিক ক্ষমতার প্রদর্শনী চলে। এদিন প্রয়াগরাজে বায়ুসেনা প্রদর্শনীতে যোগ দিয়েছিল একাধিক বিমান। চিনুক, চেতক, অ্যাপাচে কপ্টার, জাগুয়ার-রাফাল যোগ দিয়েছিল এই শো-তে। আগে সাধারণত দিল্লির কাছে হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে এই প্যারাড হতো। ২০২১ পর্যন্ত তেমনটাই প্রথা ছিল। ২০২২ থেকে দিল্লির বাইরে নিয়ে যাওয়া হয় এই প্যারাড। গত বছরে হয়েছিল চন্ডীগড়ে।