এক্সপ্লোর
Advertisement
আমেরিকায় ভারতীয় চিকিৎসককে গাড়ি থামিয়ে কুর্নিশ সাধারণ মানুষের, ভিডিও ভাইরাল
চলমান গাড়ি দাঁড়িয়ে পড়ল তাঁর সামনে। অভিবাদন জানাল করোনা পরিস্থিতিতে কঠিন পরিশ্রম করা এই চিকিৎসককে।
বেঙ্গালুরু: বিশ্বে এখন করোনা ভাইরাসের ভরকেন্দ্র আমেরিকাই। মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় সবথেকে এগিয়ে মার্কিন মুলুকই। সেখানে কঠিন পরিস্থিতিতে নিরন্তর লড়াই চালিয়ে যাওয়া এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসককে অভিনবভাবে অভিবাদন জানাল সাধারণ মানুষ।
সারা বিশ্বের মানুষ এখন তাকিয়ে চিকিৎসকদের দিকে। প্রতি মুহূর্তে সংক্রমণের সম্ভাবনা নিয়েই নিরন্তর কাজ করে চলেছেন তাঁরা। সেই কথা মাথায় রেখেই মার্কিন মুলুকে এক ভারতীয় ডাক্তারকে তাঁর বাড়ির সামনে অভিনব কায়দায় কুর্নিশ জানালেন সাধারণ মানুষ। চলমান গাড়ি দাঁড়িয়ে পড়ল তাঁর সামনে। অভিবাদন জানাল করোনা পরিস্থিতিতে কঠিন পরিশ্রম করা এই চিকিৎসককে।
As I head to Mysuru, happy to share a video of Uma Madhusudhan, Mysuru origin Doctor in US being honoured in front of her house by grateful patients. It's a beautiful sight of cars, police vehicles, fire trucks lining up in gratitude, waving & honking to say Thank you Dr Uma! pic.twitter.com/42ayy6hEUd
— Dr Sudhakar K (@mla_sudhakar) April 21, 2020
এই ভিডিওটি শেয়ার করেছেন কর্ণাটকের সাংসদ ডা. সুধাকর কে। ট্যুইটারে ভিডিওটি পোস্ট করে তিনি জানিয়েছেন, ওই ডাক্তার মাইসুরুর বাসিন্দা। ডা. উমা মধুসূদনের এই ভিডিও দেশে আবেগে ভেসেছেন নেটিজেনরা।
করোনা পরিস্থিতিতে লড়াই চালানোর জন্য তাঁর বাড়ির সামনে গাড়ি থামিয়ে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ, উমার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা রোগী।
ট্যুইটটি ইতিমধ্যে দেখে ফেলেছেন ১৬০০রও বেশই মানুষ। শেয়ারও হয়েছে বহু।
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৪৩৯ জনের। আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ৫৬ হাজার ৪২১। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৯০ হাজার ১০২ জন। ইউরোপ ছাড়িয়ে নোভেল করোনা ভাইরাসের নতুন ভরকেন্দ্র আমেরিকা। সেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার একদিনে ২৭০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু প্রায় ৪৫ হাজার মানুষের। আমেরিকায় মোট আক্রান্ত ৮ লক্ষ ২৪ হাজার ১৪৭।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement