Indian Railway Food : ট্রেনে কি হালাল করা মাংস খেতে দেওয়া হয়? স্পষ্ট করে জানিয়ে দিল রেল
Indian Railway News : তথ্য কমিশনের প্রধানের কাছে কী জবাব দিল ভারতীয় রেলওয়ে?

নয়াদিল্লি: রেলযাত্রীদের কি হালাল করা মাংস দেওয়া হয় ? তথ্য জানার অধিকার আইনে এই প্রশ্নের উত্তর চেয়ে এই ব্যক্তি দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। তথ্য কমিশনের প্রধানের কাছে কী জবাব দিল ভারতীয় রেলওয়ে? জাতীয় মানবাধিকার কমিশনের নোটিশের জবাবে বুধবার রেলওয়ে বোর্ড জানিয়েছে, ট্রেনে হালাল-প্রত্যয়িত খাবার বিক্রির কোনও আনুষ্ঠানিক বিধান নেই।
কিছুদিন আগেই রেলওয়ের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে একটি অভিযোগ করা হয়। বলা হয়, ভারতীয় রেলওয়েতে আমিষ খাবার খান যাঁরা, তাঁদের শুধুমাত্র হালাল-প্রক্রিয়াজাত মাংস পরিবেশন করা হয়। এই কাজ একটি অন্যায্য বৈষম্যমূলক ব্যবহার বলে অভিযোগ করেন তিনি। এটা মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ ওই অভিযোগকারীর। এই অভিযোগের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন রেলওয়ে বোর্ডকে একটি নোটিশ পাঠায়। এই প্রেক্ষিতে রেলওয়ে বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় রেলওয়ে এবং আইআরসিটিসি যে খাবার পরিবেশন করে, তাতে খাদ্য সুরক্ষা ও তার মানের বিষয়টিতে সর্বাধিক নজর দেওয়া হয়। তারা FSSAI এর নির্দেশিকা অনুসরণ করে খাবার পরিবেশন করে থাকে যাত্রীদের। সেখানে হালাল-সার্টিফায়েড মাংস পরিবেশন করার কোনও সরকারি বিধান নেই। ভারতীয় রেলওয়েতে হালাল-সার্টিফায়েড খাবার পরিবেশ করা হয় না। রেলওয়ে বোর্ডের তরফে জানানো হয়েছে , সম্প্রতি তথ্য কমিশনের প্রধানের কাছেও এই নিয়ে একটি প্রশ্ন রাখা হয়। তথ্য অধিকার আইনের অধীনে ট্রেনে আমিষ খাবারে হালাল-প্রক্রিয়াজাত মাংস পরিবেশন করা হচ্ছে কিনা তা জানতে চেয়েছিলেন। বোর্ড সিআইসির সামনে তাদের অবস্থান তুলে ধরেছে । জানিয়ে দিয়েছে,হালাল-সার্টিফায়েড খাবার পরিবেশন করা হয় না। আইআরসিটিসি খাবারের গুণমানে নজর রাখে। যাত্রীদের স্বাস্থ্যসুরক্ষার দিকে খেয়াল রাখে। কিন্তু হালালের বিষয়ে কোনও নির্দেশিকা আইআরসিটিসির কাছে নেই।






















