Indian Railways: দূরপাল্লার ট্রেনে এবার থাকবে 'বেবি বার্থ', দিতে হবে আলাদা ভাড়া?
Baby Berth: বার্থে মা-বাবার সঙ্গে শিশুর পাশাপাশি শোয়ার মতো পর্যাপ্ত জায়গাও থাকে না। এবার সেই সমস্যাই সমাধান করতে বড় সিদ্ধান্ত নিল রেল।
নয়া দিল্লি: ট্রেনে (Train) ভ্রমণকারী যাত্রীদের সুবিধার্থে আরও একটি পদক্ষেপ নিয়েছে। তিন থেকে পাঁচ বছরের শিশুদের জন্য ট্রেনে আলাদা বার্থ বুক করে থাকেন যাত্রীরা। যদিও শিশুদের নিয়ে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে বেশ সমস্যায় পড়তে হয় মা-বাবাদের। বার্থে মা-বাবার সঙ্গে শিশুর পাশাপাশি শোয়ার মতো পর্যাপ্ত জায়গাও থাকে না। এবার সেই সমস্যাই সমাধান করতে বড় সিদ্ধান্ত নিল রেল।
প্রথম দিল্লি ডিভিশনে ট্রায়াল হিসেবে কয়েকটি নির্দিষ্ট দূরপাল্লার ট্রেনে চালু হল বেবি বার্থ (Baby Birth)। যাতে বাচ্চাকে নিয়ে বার্থে ঘুমানোর সময় মা-বাবার কোনও সমস্যা না হয়।
Delhi Division, Northern Railways introduces 'Baby Berth' on a trial basis in selected trains for facilitating mothers to comfortably sleep along with their infants. pic.twitter.com/0Jn6nExjgg
— ANI (@ANI) May 10, 2022
জানা গিয়েছে, লখনউ মেইলে কোচ নং 194129/B4, বার্থ নং ১২ এবং ৬০-এ একটি বেবি বার্থ চালু করা হয়েছে। এটি নিচের বার্থের সঙ্গে সংযুক্ত একটি স্টপার দিয়ে সুরক্ষিত। এই বিশেষ বার্থ সম্পর্কে তথ্য এনআর-এর লখনউ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) একটি টুইটের মাধ্যমে শেয়ার করেছেন। লখনউ বিভাগ একটি অতিরিক্ত ছোট বার্থ যোগ করেছে। এই বার্থটিকে 'বেবি বার্থ' নামেও ডাকা হচ্ছে। এই বেবি বার্থ ছোট বাচ্চাদের জন্য।
এখনও অবধি একটি মাত্র ট্রেনের একটি বগিতেই এই বার্থ ইনস্টল করা হয়েছে। যাত্রীদের তরফে কেমন প্রতিক্রিয়া পাওয়া যায়, তা দেখে নিয়ে রেল কাজ করতে পারে। এখনও রেলের তরফে কী ভাবে এটি বুক করা যায়, সে প্রসঙ্গে কিছুই জানানো হয়নি। আপাতত পর্যালোচনার জন্যই এই বার্থ জুড়ে দেওয়া হয়েছে।