এক্সপ্লোর
হোয়াটসঅ্যাপে চাপ কমাতে ভিডিও নিয়ে নতুন সিদ্ধান্ত
চাপ কমাতেই নতুন এক সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটস অ্যাপ স্টটাসে ১৫ সেকেন্ডের থেকে বড় ভিডিও শেয়ার করা যাবে না।

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে বাড়ছে বাড়ি বসে কাজ। ফলে বাড়ছে একে অপরের সঙ্গে সবসময় যোগাযোগের প্রয়োজনীয়তা। হোয়াটস অ্যাপ মেসেজ-এর সঙ্গে সঙ্গে অনেকেই ভয়েস কল এবং ভিডিও কল করছেন। ফেসবুকের সমীক্ষা বলছে, এই কয়েকদিনে হোয়াটস অ্যাপ কলের ব্যবহার বহুগুণ বেড়ে গেছে ভারতে। তার ফলে যথেষ্ট চাপও পড়ছে এই অনলাইন চ্যাটিং অ্যাপের উপর। সেই চাপ কমাতেই নতুন এক সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ। এখন থেকে হোয়াটস অ্যাপ স্টটাসে ১৫ সেকেন্ডের থেকে বড় ভিডিও শেয়ার করা যাবে না। আই ফোন ও আইওএসে এই নতুন নিয়ম চালু হয়েছে। হোয়াটসঅ্যাপ সূত্রে খবর, ভারতের জন্যই এই নিয়ম। আগে হোয়াটসঅ্যাপে ৩০ সেকেন্ডের ভিডিও-ও স্টেটাসে শেয়ার করা যেত। কিন্তু ফেসবুক কর্ণধার জুকেরবার্গ জানিয়েছেন, ভারতে হোয়াটসঅ্যাপ কলিং এত বেড়ে গেছে, যে এই ব্যবস্থা নিতেই হচ্ছে। বর্তমানে হোয়াটসঅ্যাপও ফেসবুকের ছাতার নীচে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















