IndiGo Airlines: খরচ পড়বে ৪ লক্ষ কোটি টাকা, একসঙ্গে ৫০০ বিমান কেনার সিদ্ধান্ত, রেকর্ড গড়ল IndiGo
Aviation Industry: সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ। বলা হয়েছে, ৫০০টি A320neo ফ্যামিলি বিমান কিনবে তারা।
নয়াদিল্লি: কেউ দেউলিয়া ঘোষণা করেছে নিজেকে। কারও সম্পত্তি বিক্রি নিয়ে চলছে টানাপোড়েন। কেউ আবার ঋণের ভারে জর্জরিত। একাধিক বিমান সংস্থার ভবিষ্যৎ ঘিরে যে সময় দোলাচল চলছে, সেই সময় বড় ঘোষণা ইন্ডিগো বিমান সংস্থার (IndiGo Airlines)। একসঙ্গে রেকর্ড সংখ্যক বিমান কেনার ঘোষণা করল তারা, যা আগে কখনও ঘটেনি।
একসঙ্গে এত সংখ্যক বিমান কেনার ঘোষণা আগে কখনও হয়নি
সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ। বলা হয়েছে, ৫০০টি A320neo ফ্যামিলি বিমান কিনবে তারা। শুধু ভারতীয় উড়ান পরিষেবাই নয়, গোটা বিশ্বের উড়ান ব্যবসায় একসঙ্গে এত সংখ্যক বিমান কেনার ঘোষণা আগে কখনও হয়নি। ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো এই ঘোষণা করে এয়ার ইন্ডিয়াকেও ছাপিয়ে গেল। কারণ এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৪৭০টি এয়ারবাস এবং বোয়িং কেনার ঘোষণা করে।
ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, সোমবার প্যারিস এয়ার শো-তে ৫০০টি বিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে তারা। সংস্থার দাবি, '২০৩০ থেকে ২০৩৫ সালের মধ্যে বিমানগুলি হাতে এসে পৌঁছবে। ইঞ্জিন বাছাইয়ের পর্ব এবং খরচ-খরচার বিষয় সময় মতো জানানো হবে। A320, A321 এবং A321XLR মিশিয়ে কেনা হবে'। তবে ইন্ডিগোর তরফে খোলসা করা না হলেও, সব মিলিয়ে ৫০০টি বিমান কিনতে ৪ লক্ষ কোটি খরচ হতে পারে ইন্ডিগোর। তবে বড় ধরনের চুক্তির ক্ষেত্রে বাড়তি কিছু ছাড়পত্রও মেলে।
Today we have set another truly momentous and very exciting step in the journey of IndiGo as we placed a firm order for 500 Airbus of the A320 Family. This is the largest-ever single aircraft purchase by any airline with @Airbus. #goIndiGo pic.twitter.com/8ix3TSivIT
— IndiGo (@IndiGo6E) June 19, 2023
আগামী ১২ বছরে ধাপে ধাপে সবক'টি বিমান হাতে আসবে ইন্ডিগোর
এই মুহূর্তে ইন্ডিগোর মোট বিমানের সংখ্য়া ৩০০। এর আগেও বেশ কিছু বিমানের বরাত দিয়েছিল তারা, যা হাতে আসবে ২০২৩ সাল নাগাদ। সবমিলিয়ে সেই সংখ্য ৪৮০। আরও ৫০০টি বিমান কেনার সিদ্ধান্ত প্রতিযোগীদের থেকে দৌড়ে অনেকটাই এগিয়ে দিল ইন্ডিগোকে। আগামী ১২ বছরে ধাপে ধাপে সবক'টি বিমান হাতে আসবে তাদের।