International Yoga Day : যোগ দিবসে সুরাতে ১ লাখ মানুষ একসঙ্গে, 'গড়ল ওয়ার্ল্ড রেকর্ড'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ বার্তা দিয়ে যোগ দিবস পালনের সূচনা করেন ! আর তাঁর রাজ্যেই 'রেকর্ড' !
২১ জুন। আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day)। সারা ভারতের সঙ্গে সঙ্গে বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে এই দিনটি ('International Day of Yoga')। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ বার্তা দিয়ে যোগ দিবস পালনের সূচনা করেন। ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে দিনটি উদযাপন করা হয়। আর এইদিনই সারা বিশ্বে একটি নজির স্থাপন করেছে গুজরাত। এমনটাই দাবি করেছেন গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি (Gujarat Minister of State for Home Harsh Sanghavi )।
বুধবার তিনি বলেন, সুরাতে যোগ দিবস পালনে জড়ো হয়েছিলেন বিরাট সংখ্যক মানুষ। মন্ত্রীর দাবি, সংখ্যাটা নাকি লক্ষাধিক ! এক জায়গায় যোগ সেশনের জন্য উপস্থিত ছিলেন এক লাখেরও বেশি মানুষ। যোগ দিবসে এমন বড় জমায়েত নাকি বেনজির। তাই এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness World Record) জায়গা করে নিয়েছে। এক লাখেরও বেশি মানুষ ইভেন্টে অংশ নিয়ে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে, বলেন সাঙ্ঘভি ।
গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল সুরাতের ডুমাস এলাকায় রাজ্য-স্তরের 'আন্তর্জাতিক যোগ দিবস' উদযাপনে যোগ দিয়েছিলেন। তাঁর দাবি, সব মিলিয়ে, ১.২৫ কোটি মানুষ রাজ্যের ৭২ হাজারটি জায়গায় যোগ দিবস উদযাপনে অংশ নেন এদিন। যোগ দিবসের অধিবেশন শুরু হওয়ার আগে তাঁর ভাষণে তিনি এই দাবি করেন।
সাঙ্ঘভি সেখানেই উল্লেখ করেন "সুরাতে যোগ দিবসের একটি জমায়েতে এক জায়গায় সবচেয়ে বেশ মানুষ অংশ নিয়ে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে" ।
পটেল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Prime Minister Narendra Modi )সারা বিশ্বে যোগব্যায়ামকে জনপ্রিয় করেছেন। আমরা প্রত্যক্ষ করেছি, করোনা মহামারী চলাকালীন কীভাবে যোগব্যায়াম এবং প্রাণায়াম মানুষকে সাহায্য করেছিল ভাল থাকতে। তিনি আরও বলেন, গুজরাতে বুধবার ৭২ হাজারটি জায়গা থেকে প্রায় ১.২৫ কোটি মানুষ যোগ দিবসের অধিবেশনে যোগদান করেছেন ৷ সুরাটে, এক লাখেরও বেশি লোকের অংশগ্রহণে একটি বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে"।
যোগ দিবস উপলক্ষে, মুখ্যমন্ত্রী (Bhupendrabhai Patel) ঘোষণা করেন, রাজ্য সরকার অদূর ভবিষ্যতে যোগকে জনপ্রিয় করতে ২১ টি 'যোগ স্টুডিও' খুলবে। গুজরাত সরকারের দাবি, রাজ্য যোগ বোর্ড এখনও পর্যন্ত ৫ হাজার প্রশিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে। আগামী দিনে, রাজ্য সরকার রাজ্যে ২১ টি যোগ স্টুডিও চালু করার পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী পটেলের উপস্থিতিতে সুরাতে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য-স্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সময়, অন্যান্য মন্ত্রী, বিধায়ক, সংসদ সদস্য এবং কর্মকর্তারা বিভিন্ন জেলায় কর্মসূচিতে অংশ নেন।
যেহেতু দেশ ব্যাপী স্বাধীনতার ৭৫ বছর উদযাপন চলছে, রাজ্য সরকার যোগ দিবস উদযাপনের জন্য রাজ্যে ৭৫টি "আইকনিক স্থান" বেছে নিয়েছে। এই স্থানগুলির মধ্যে রয়েছে সবরমতি রিভারফ্রন্ট (আহমেদাবাদ), স্ট্যাচু অফ ইউনিটি (কেভাদিয়া), কচ্ছের রাণ এবং মোধেরা সূর্য মন্দির প্রভৃতি ।
#WATCH | Gujarat: Over 1 lakh people performed Yoga with CM Bhupendra Patel in Surat on #9thInternationalYogaDay pic.twitter.com/1EuHDqSVsZ
— ANI (@ANI) June 21, 2023