এক্সপ্লোর
Advertisement
বাংলাদেশে গ্রেফতার বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত আব্দুল মাজেদ
বাংলাদেশে গ্রেফতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যার ঘটনায় অন্যতম দোষী সাব্যস্ত প্রাক্তন সেনা ক্যাপ্টেন আব্দুল মাজেদ। মঙ্গলবার তাঁকে গ্রেফতারের পরই জেল হেফাজতে পাঠানো হয়েছে।
ঢাকা: বাংলাদেশে গ্রেফতার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হত্যার ঘটনায় অন্যতম দোষী সাব্যস্ত প্রাক্তন সেনা ক্যাপ্টেন আব্দুল মাজেদ। মঙ্গলবার তাঁকে গ্রেফতারের পরই জেল হেফাজতে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে তাঁকে ঢাকা মেট্রোপলিটান পুলিশের অধীন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রানজিশনাল ক্রাইম ইউনিট আদালতে হাজির করে। এরপরই মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তাঁর জেল হেফাজতের নির্দেশ দেয়। পরে তাঁকে প্রিজন ভ্যানে চাপিয়ে কেরানিগঞ্জে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ মাজেদকে মীরপুর থেকে গ্রেফতার করে।
বঙ্গবন্ধুর হত্যাকারীদের যে ছয়জন পলাতক তাঁদের মধ্যে একজন মাজেদ। পলাতকরা বিদেশে গা ঢাকা দিয়ে রয়েছেন বলে মনে করা হয়।
বঙ্গবন্ধু হত্যার মামলার শুনানি ১৯৯৭-এ ঢাকায় শুরু হয়েছিল। ১৯৭৫-এর ১৯ নভেম্বর আততায়ীরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যদের নৃশংসভাবে খুন করেছিল।
সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন ২০০৯-এর ১৯ নভেম্বর এই হত্যার ঘটনায় ১২ প্রাক্তন সেনা অফিসারের মৃত্যুদণ্ড বহাল রেখেছিল।
পাঁচ সাজাপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়র রশিদ খান, বাজলুল হুডা, একেএম মহিউদ্দিন আহমেদ ও মহিউদ্দিনের ফাঁসির আদেশ কার্যকর হয় ২০১০-এর ২৭ জানুয়ারি।
অন্য এক সাজাপ্রাপ্ত আজিজ পাশা ২০০১-এ জিম্বাবোয়েতে মারা যান।
বাকি পাঁচ পলাতকের মধ্যে আধিকারিক সূত্রে খবর, দুই জন কোথায় রয়েছেন, তা সরকারের জানা। রশিদ চৌধুরী আমেরিকায় ও নূর চৌধুরী কানাডাতে রয়েছেন। কিন্তু বাকি তিন ফেরার খান্দাকার আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম ও মোসলেহুদ্দিন খানের ঠিকানার হদিশ এখনও পাওয়া যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement